BREAKING NEWS

২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘মালিয়ার মতোই আমার ঋণ মকুব হোক’, আর্জি সাফাইকর্মীর

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 21, 2016 4:45 pm|    Updated: August 12, 2021 5:59 pm

If You Can Waive Off Mallya's Loan, Then Why Not Mine? Asked Sanitation Worker

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমানাধিকার চাই৷ “বিজয় মালিয়ার যদি ঋণ মুকুব হতে পারে, তাহলে আমার কেন হবে না?” স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে(এসবিআই) চিঠি দিয়ে এই প্রশ্নই করেছেন নাসিকের এক সাফাইকর্মী৷ মালিয়ার মতো তাঁর ঋণও মকুব করার আবেদন জানিয়েছেন তিনি৷

নাসিকের ত্র্যম্বকেশ্বর পুরসভার সাফাইকর্মী ভাউরাও সোনাওয়ানে৷ ছেলের চিকিৎসা করানোর জন্য ব্যাঙ্ক থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি৷ সেখানে কিংফিশার মালিক বিজয় মালিয়ার ঋণের পরিমান প্রায় ৭০০০ কোটি৷ কিংফিশার এয়ারলাইন্স এখন বন্ধ৷ ফলে তাদের কাছ থেকে ঋণের অর্থ আদায় করাও এখন বিশ বাঁও জলে৷ এই পরিস্থিতিতে সম্প্রতি মালিয়ার প্রায় ১২০০ কোটি পাওনা তাদের হিসাবের খাতা থেকে কার্যত মুছে দেওয়ার অভিযোগ ওঠে  এসবিআই-এর বিরুদ্ধে৷ পরে সংসদে এই নিয়ে প্রশ্ন তোলা হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, “কিংফিশারের ঋণ মোটেই মকুব করা হয়নি৷ ব্যাঙ্কের হিসাবে তা নন পারফর্মিং অ্যাসেট (এনপিএ) হিসাবে গণ্য করা হবে৷ মুছে দেওয়ার অর্থ ঋণ মকুব করা নয়৷ তা আদায় করতে সব ধরনের চেষ্টাই চলবে৷”

এই ঘটনার জেরেই ‘মালিয়ার মতো’ এসবিআইকে তাঁর ঋণও মকুব করে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি লিখেছেন ভাউরাও৷ যাতে তিনি লিখেছেন, “মালিয়ার ঋণ মকুবের মতো ভাল সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাচ্ছি৷ মালিয়ার মতোই আমারও প্রায় দেড় লক্ষ টাকা ঋণও মকুব করা হোক৷” যদিও ব্যাঙ্কের তরফে এখনও কোনও উত্তর পাননি তিনি৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে