Advertisement
Advertisement
Bihar

বিহারে ইন্ডিয়া জোটের আসন বণ্টনে রফা! ১৭ আসনে লড়বে নীতীশের দল, কটিতে কংগ্রেস?

বিহারে লোকসভা আসন সংখ্যা ৪০।

INDIA bloc seat-sharing begins in Bihar | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Kishore Ghosh
  • Posted:January 7, 2024 8:28 pm
  • Updated:January 7, 2024 8:33 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: জোটের রাজনীতির সবচেয়ে বড় কাঁটা আসন বণ্টন। যদিও সূত্রের খবর, ইন্ডিয়া (INDIA) জোটের আসন ভাগাভাগির প্রথম বৈঠকে বিহারে (Bhiar) আসন বণ্টন মোটামুটি চূড়ান্ত হয়েছে। বিগত ভোটের ফলাফলের মাথায় রেখেই নিজেদের অধিকার বুঝে নিয়েছে আরজেডি (RJD), জেডিইউ (JDU)-র মতো আঞ্চলিক দলগুলি। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কটি আসনে প্রার্থী দাঁড় করাচ্ছে কংগ্রেস (Congress) ও বামেরা?

বিহারে মোট লোকসভা আসন সংখ্যা ৪০। এর মধ্যে নীতীশ কুমারের জেডিইউ লড়বে ১৭ আসনে। অন্যদিকে লালু তথা তেজস্বী যাদবের দল আরজেডিও লড়ব সমসংখ্যক, অর্থাৎ ১৭টি আসনে। অন্যদিকে কংগ্রেস এরাজ্যে ভোটে দাঁড়াবে মোট ৪ আসনে। বামেরা লড়বে ২টি আসনে। কংগ্রেসকে লোকসভায় ৪টি আসনের পাশাপাশি রাজ্যসভায় একটি আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে বলেও সূত্রের খবর।

Advertisement

 

[আরও পড়ুন: ভারতের সমুদ্রসৈকত নোংরা! মালদ্বীপের মন্ত্রীর মন্তব্যের পরেই বিদেশ সফর বাতিল পর্যটকদের]

আজ কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি বিহারের দলগুলির সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করে। এর পরেই আসন বণ্টন চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে জেডিইউর দখলে রয়েছে ১৬টি লোকসভা আসন। আসন্ন ভোটে অতিরিক্ত একটি আসনে লড়বে নীতিশের দল। বাকি ২৩ আসন ভাগ হয়েছে আরজেডি, কংগ্রেস এবং বামেদের মধ্যে। উল্লেখ্য, সব ঠিক থাকলে ইন্ডিয়া জোটের আহ্বায়ক পদ পাওয়া নিশ্চিত মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেডিইউ নেতার তেমনটাই দাবি। এই বিষয়ে জোটসঙ্গী কংগ্রেসর আপত্তি নেই বলেই জানা গিয়েছে। এইসঙ্গে নির্বিঘ্নে বিহারে আসন বণ্টন বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তির জন্য সুখবর বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করে নতুন বছর উদযাপন! ধৃত চা বিক্রেতা, মহিলা ও তিন কিশোর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement