Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তান

মোদির বিমান উড়তে বাধা, পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নালিশ ভারতের

মোদির সৌদি সফরের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান।

India has taken the matter of Pakistan's move to ICAO
Published by: Subhajit Mandal
  • Posted:October 28, 2019 6:27 pm
  • Updated:October 28, 2019 6:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান ওড়ার অনুমতি দিল না পাক সরকার। প্রধানমন্ত্রীর সৌদি যাত্রার জন্য পাকিস্তানের উপর দিয়ে বিমান ওড়ানোর অনুমতি চেয়েছিল ভারত। নিয়ম মেনেই আবেদন করা হয়েছিল। কিন্তু, পাকিস্তান সেই অনুরোধ রাখেনি। এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার একই আচরণ করেছে পাক সরকার। তাই একপ্রকার বাধ্য হয়েই আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার দ্বারস্থ হল নয়াদিল্লি। একপ্রকার বাধ্য হয়েই ওই সংস্থায় নালিশ জানাল ভারত। কেন পাকিস্তান বারবার আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করছে, জানতে চাওয়া হল ইসলামাবাদের কাছে।


নিয়ম অনুযায়ী কোনও দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গুরুত্বপূর্ণ মন্ত্রী-সহ ভিআইপিদের বিশেষ ক্ষেত্রে বিমান ব্যবহারে বাধা দিতে পারে না কোনও দেশই। সেই অনুযায়ী মোদির বিমান ওড়ার ক্ষেত্রে পাকিস্তান বাধা দিতে পারে না। কিন্তু, ইসলামাবাদ বারবার এই নিয়ম লঙ্ঘন করছে। এর আগে ২০ সেপ্টেম্বর আমেরিকা যাওয়ার জন্য প্রধানমন্ত্রী পাক আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিলেন। তখন অনুমতি দেওয়া হয়নি। তার আগে বিশকেক যাওয়ার সময়ও প্রধানমন্ত্রীর বিমান উড়তে দেয়নি পাকিস্তান। শুধু তাই নয়, খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানও উড়তে দেয়নি পাকিস্তান। উইরোপ সফরে যাওয়ার জন্য পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিলেন কোবিন্দ।

Advertisement

[আরও পড়ুন: পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল কাশ্মীর যাচ্ছেন ইউরোপের ২৮ জন সাংসদ]

পাকিস্তান বারবার নিয়ম ভঙ্গ করায় একপ্রকার বাধ্য হয়ে, আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ সংগঠনের দ্বারস্থ হল ভারত। এই সংস্থায় পাকিস্তানের বিরুদ্ধে নালিশ করেছে নয়াদিল্লি। বারবার নিয়ম ভঙ্গ করায় পাকিস্তানের শাস্তির দাবি করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, আগামী দিনেও এই ধরনের অনুরোধ জানাবে ভারত। কিন্তু বার বার কেন আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে? তাঁর উত্তর দিতে হবে নয়াদিল্লিকে। উল্লেখ্য, বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাকিস্তান ভারতের জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। এরপর আংশিকভাবে তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও ৩৭০ ধারা বাতিলের পর আবার পিছু হটে পাকিস্তান। ফলে, সেই সিদ্ধান্ত আর কার্যকর হয়নি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ