Advertisement
Advertisement
Air Taxi

দেড় ঘণ্টার রাস্তা স্রেফ ৭ মিনিটে! শীঘ্রই ভারতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি পরিষেবা

কেমন খরচ হবে?

India may get E-Air Taxis by 2026, 90 minute trip to take 7 minutes | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 10, 2023 10:58 am
  • Updated:November 10, 2023 11:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ রোজ ট্রাফিকের ঝক্কি পোয়াতে ভালো লাগছে না! ভিড় এড়িয়ে নিমেষে পৌঁছে যেতে চান নিজের গন্তব্যে? আপনার জন্য মুশকিল আসান করতে চলেছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ নামের এক সংস্থা। আগামী ৩ বছরের মধ্যে ভারতের মাটিতে ই এয়ার ট্যাক্সি (E Air Taxi) চালু করতে চলেছে তারা। যা নিমেষে আকাশপথে আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে।

সব ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যে ভারতে আসছে ই ট্যাক্সি পরিষেবা। বিদ্যুৎচালিত এই উড়ানে চাপলে ৯০ মিনিটের পথ পেরোনো যাবে মাত্র ৭ মিনিটে। পুষ্পকরথের মতো আকাশপথে উড়িয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে এই এয়ার ট্যাক্সি। মূলত যানজট এড়িয়ে কম সময়ে যাত্রা করার জন্য এই উড়ানের ব্যবস্থা করতে চলেছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ (Inter Globe Enterprise) নামের সংস্থা। ভারতে চালু বিমানসংস্থা ইন্ডিগোর (Indigo) সঙ্গে যুক্ত এই ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ।

Advertisement

[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিমানহানায় মৃত ৯, এবার সম্মুখ সমরে ইরান-আমেরিকা?]

সংস্থাটি মনে করছে, ভারতের মতো জনবহুল দেশে সবচেয়ে সুবিধাজনক গণপরিবহণ ব্যবস্থা হয়ে উঠতে পারে এই এয়ার ট্যাক্সি। এটা একাধারে যানজট এবং পরিবেশ দূষণের মোকাবিলা করতে সক্ষম। কারণ এই এয়ার ট্যাক্সি সম্পূর্ণরূপে বিদ্যুৎচালিত। একবার চার্জ দিলেই ১৬১ কিলোমিটার উড়তে সক্ষম। সংস্থার দাবি, এই এয়ার ট্যাক্সি দিল্লির মতো জনবহুল শহরে এক-দেড় ঘণ্টার রাস্তা পৌঁছে দিতে পারে ৫-৭ মিনিটে। ওই সংস্থা ঠিক করেছে, সরকার অনুমতি দিলে ২০২৬ সালের মধ্যে প্রথম পর্যায়ে দিল্লিতে ২০০টি এয়ার ট্যাক্সি নিয়ে পরিষেবা শুরু হবে। পরে মুম্বই, বেঙ্গালুরু কলকাতার মতো বড় শহরে ধীরে ধীরে চালু করা হবে। এই এয়ারট্যাক্সিগুলি উলম্বভাবে ওঠানামা করতে পারে। ফলে যে কোনও জায়গায় অবতরণে সমস্যা হবে না।

Advertisement

[আরও পড়ুন: ‘সব ভুলে এগিয়ে চলো’, রাহুলের উপদেশে দ্বন্দ্ব ভুলেছেন শচীন]

এখন প্রশ্ন হল, এয়ার ট্যাক্সি পরিষেবায় গাঁটের কড়ি কতটা খসবে? ওই সংস্থা সেটা এখনও স্পষ্ট করেনি। তবে তাঁদের দাবি সাধারণ বিমান পরিষেবার চেয়েও কম খরচ হবে এতে। তাছাড়া একটি ট্যাক্সিতে চারজন যাত্রী বসতে পারবেন। সুতরাং ভাড়া শেয়ার করে নেওয়ারও একটা ব্যাপার থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ