Advertisement
Advertisement

Breaking News

পৃথ্বী-২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত

৫০০ থেকে ১০০০ কিলোগ্রামের ওজন বহনে সক্ষম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই মিসাইল।

India successfully test fires nuke capable Prithvi-II ballistic missile
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2017 9:05 am
  • Updated:June 2, 2017 9:05 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার চাঁদিপুর থেকে শুক্রবার সকাল ১০টা ৫৬ মিনিট নাগাদ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত পৃথ্বী-২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। ২০০৩ থেকে এই মিসাইল নিয়মিত ব্যবহার করে আসছে সশস্ত্র ভারতীয় সেনা। ৫০০ থেকে ১০০০ কিলোগ্রামের সামরিক সরঞ্জাম, বোমা বহনে সক্ষম পৃথ্বী-২ মিসাইল।

‘অ্যাডভান্সড ইনারশিয়াল গাইডেন্স সিস্টেম’ ব্যবহার করে লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা করতে পারে এই মিসাইল। এদিনের উৎক্ষেপণকে রুটিন মহড়া বলে দাবি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা  DRDO। গতবছরের মে মাসে এই একই টেস্ট রেঞ্জ থেকে পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রর অন্য একটি ভার্সন পরীক্ষা করা হয়েছিল। এদিনের উৎক্ষেপণ প্রক্রিয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড (SFC) ও DRDO-র বৈজ্ঞানিকরা। মজুত মিসাইলগুলির মধ্যে থেকে যথেচ্ছভাবে একটি তুলে নিয়ে পরীক্ষা করে দেখে নেওয়া হয়, প্রতিটি মিসাইলই হামলার উপযুক্ত কি না। ‘ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রাম’-এর অধীনে ২০০৩ থেকে ভারতীয় সেনার জন্য পৃথ্বী সিরিজের মিসাইল তৈরি করে চলেছে DRDO।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ