Advertisement
Advertisement
PM Modi at SCO summit

করোনার বিরুদ্ধে যুদ্ধে নিজের ক্ষমতাকে সবার কাজে লাগাবে ভারত, প্রতিশ্রুতি মোদির

সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

India will use its vaccine production, distribution capacity to help humanity in fighting Covid-19: PM Modi । Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:November 10, 2020 4:18 pm
  • Updated:November 10, 2020 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘করোনা মহামারীর হাত থেকে সমস্ত মানুষের রক্ষা করতে সবরকম চেষ্টা করবে ভারত। ভয়াবহ এই সময়ে নিজেদের ভ্যাকসিন তৈরি ও সরবরাহ করার ক্ষমতাকে সমগ্র মানবজাতির জন্য ব্যবহার করা হবে।’ মঙ্গলবার সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) -এর ২০তম রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ভয়াবহ এই মহামারীর ফলে অনিশ্চয়তার পথে হাঁটছে গোটা বিশ্ব। এই সময়ে ভারতের ওষুধ কোম্পানিগুলি বিশ্বের ১৫০টির বেশি দেশে অত্যাবশকীয় ওষুধ সরবরাহ করেছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি হয় ভারতে। তাই এই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য ভারত তার ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ করার ক্ষমতা সমগ্র মানবজাতির কাজে ব্যবহার করা হবে।’

[আরও পড়ুন: এগিয়ে সেই এনডিএ, বিরক্তিতে টিভি বন্ধ করে রোদ পোহাতে গেলেন কারাবন্দি লালুপ্রসাদ]

করোনা ভাইরাসের সংক্রমণের জেরে এই প্রথম সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের রাষ্ট্রপ্রধানদের সম্মেলন ভারচুয়ালি করা হচ্ছে। মঙ্গলবার দিল্লি থেকে সেই সম্মেলনে যোগ দিয়ে ভারত আগাগোড়া সাংহাই কর্পোরেশনের নীতি ও আদর্শকে সম্মান করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এপ্রসঙ্গে তিনি বলেন, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সমস্ত সদস্য দেশগুলির সঙ্গে ভারতের দৃঢ় সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা সবসময় বিশ্বাস করি যে একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন ও সবার সার্বভৌমত্ব রক্ষার লড়াইকে মান্যতা দিলেই একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারব। এর জন্যই আমরা সবসময় সন্ত্রাসবাদ, অবৈধ অস্ত্র ও মাদকের চোরাচালান এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলি। এর বিরুদ্ধে লড়াই করি।’

সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের এই সম্মেলন থেকে নাম না করে পাকিস্তান আর চিনের তীব্র সমালোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী। বলেন, এই সংগঠনের আদর্শ ও নীতি লঙ্ঘন করে কেউ কেউ দ্বিপাক্ষিক বিষয়কে আলোচনার বিষয়বস্তু বানাতে চাইছে। যা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের চরিত্র ও উদ্দেশ্যে আঘাত হানছে।’

[আরও পড়ুন: বিহারে হারের ইঙ্গিত মিলতেই শুরু ইভিএমকে দোষারোপ! কারচুপির অভিযোগ কংগ্রেস নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement