BREAKING NEWS

৮ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

শেয়ার বাজারের মন্দা অব্যাহত, এবার ভারতীয় টাকার দামে রেকর্ড পতন

Published by: Paramita Paul |    Posted: May 9, 2022 2:57 pm|    Updated: May 9, 2022 4:09 pm

Indian Rupee hits new low against US dollar

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বাজারের খারাপ সময় অব্যাহত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) রেপো রেট বাড়াতেই রক্তাক্ত হয়েছিল শেয়ার বাজার (Share Market)। এবার রেকর্ড পতন ভারতীয় টাকার দামে। সোমবার ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম দাঁড়াল ৭৭ টাকা ৪৬ পয়সা। যা সর্বকালীন সর্বনিম্ন। ওয়াকিবহাল মহল বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, চিনে নতুন করে লকডাউনের প্রভাব পড়ছে শেয়ার বাজারে।

যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় টাকার (Indian Rupee) পতন অব্যাহত। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময়ও নিম্নমুখী ছিল টাকার দর। সোমবার সকালে শেয়ার বাজার খোলার পর নয়া রেকর্ড গড়ে ভারতীয় টাকা। ইতিপূর্বে গত ৭ মার্চ সর্বনিম্ন ছিল টাকার দাম-৭৬ টাকা ৯৮ পয়সা। এদিন পড়েছে শেয়ার বাজারও। ৪৯৮ পয়েন্ট পড়েছে সেনসেক্স। নিফটির পতন হয়েছে ১.০৬ শতাংশ। কিন্তু কেন এমন পরিস্থিতি?

[আরও পড়ুন: নামী ইংরাজি বইয়ের হিন্দি অনুবাদ নিজের নামে, গ্রেপ্তারির পরেও বিকোচ্ছে ভুয়ো সেনাকর্তার বই]

বিদেশি মুদ্রার কারবারিরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তেল আমদানি করার জন্য ডলারের চাহিদা বাড়ছে। বিদেশের বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির হওয়ার জন্যই ভারতীয় টাকার মূল্যের ওপর এতটা প্রভাব পড়ছে। পাশাপাশি, গত সপ্তাহে মূল্যবৃদ্ধি রোধ করতে আমেরিকার ফেডেরাল রিজার্ভ তাদের সুদের হার বাড়িয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা উদ্বৃত্ত অর্থ ভারতীয় বাজারে বিনিয়োগ করতে পারছেন না। উলটে যুদ্ধকালীন পরিস্থিতিতে শেয়ার বিক্রি করে দিচ্ছেন তাঁরা। স্টক এক্সচেঞ্জের গত বৃহস্পতিবারের তথ্য বলছে, ইতিমধ্যে ২ হাজার কোটিরও বেশি মূল্যে শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে।

দেশের মুদ্রাস্ফীতি সামাল দিতে দীর্ঘসময় পর রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। যুদ্ধ পরিস্থিতিতে দেশীয় বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগ করতে চাইছে না। সবমিলিয়ে ভারতীয় মুদ্রার উপর বিরাট প্রভাব পড়েছে।

[আরও পড়ুন: ‘বন্ধু’দের মারধরে প্রাণহানি! খাস কলকাতায় প্রৌঢ়ের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পরিবারের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে