Advertisement
Advertisement

Breaking News

প্লাজমা থেরাপি

সংকটের মধ্যেও স্বস্তির খবর, প্লাজমা থেরাপিতে সম্পূর্ণ সুস্থ করোনা আক্রান্ত ব্যক্তি

এই অভুতপূর্ব সাফল্য পেয়ে উচ্ছ্বসিত চিকিৎসকরা।

India's first Covid-19 patient treated with plasma therapy recovers
Published by: Subhamay Mandal
  • Posted:April 26, 2020 7:37 pm
  • Updated:April 26, 2020 7:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো! যখন গোটা দেশ মহামারি করোনার প্রতিষেধক নিয়ে চিন্তিত সেই সময় আশার আলো জ্বালল দিল্লির এক করোনা রোগী। দেশের প্রথম করোনা রোগী হিসাবে প্লাজমা থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন দিল্লির এক প্রৌঢ়। গত ৪ এপ্রিল তিনি করোনা পজিটিভ হন। কিন্তু প্লাজমা থেরাপির দৌলতে করোনাকে কুপোকাত করে দেন তিনি। তাঁর এই ফলপ্রদ চিকিৎসায় যারপরনাই আশার আলো দেখছে চিকিৎসক মহল।

জানা গিয়েছে, ৪৯ বছরের ওই ব্যক্তি প্রাথমিক উপসর্গ নিয়ে দিল্লির ম্যাক্স হাসপাতালে ভরতি হন। কিন্তু কয়েকদিনের মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তখন তাঁকে অক্সিজেন দেওয়া হয়। এরপর তাঁর নিউমোনিয়া হয়ে যায়। ৮ এপ্রিল তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। সুস্থতার কোনও লক্ষ্যণ না দেখতে পেয়ে রোগীর পরিজনরা চিকিৎসকদের প্লাজমা থেরাপি করার অনুরোধ করেন। তিনিই প্রথম করোনা রোগী যার উপ এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়।

Advertisement

[আরও পড়ুন: মৃতের তালিকায় করোনায় আক্রান্তের নামও! খোদ চিকিৎসকের কাণ্ডে স্তম্ভিত দেশবাসী]

এরপর শুরু হয় দাতা খোঁজার পালা। একজন সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের প্লাজমা দিয়ে শুরু হয় চিকিৎসা। এরপর ফল মিলতে শুরু করে ধীরে ধীরে। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও রক্তদাতা ৪০০ মিলি পর্যন্ত প্লাজমা দান করতে পারে। এতে দুজনের জীবন বাঁচানো যেতে পারে। প্লাজমা থেরাপির দৌলতে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন ওই রোগী। গত ১৮ এপ্রিল তাঁকে ভেন্টিলেটর থেকে বাইরে আনা হয়। আর রবিবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ডিসচার্জ হয়ে যান।

Advertisement

এই অভুতপূর্ব সাফল্য পেয়ে উচ্ছ্বসিত দিল্লির চিকিৎসকরা। আগামিদিনে এই প্লাজমা থেরাপির মাধ্যমে আরও রোগীর চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। প্রতিটি ক্ষেত্রে সফল হলে করোনাকে অনায়াসে হারানো যাবে বলে করছেন তাঁরা।

[আরও পড়ুন: লকডাউন মিটলে ফেরানো হবে আটক ভারতীয়দের, সিদ্ধান্ত বিদেশ মন্ত্রকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ