Advertisement
Advertisement

Breaking News

IT raids hotel in Hazaribagh in search of Partha Chatterjee aide

Partha Chatterjee: পার্থ ঘনিষ্ঠের খোঁজে ভিনরাজ্যে হানা আয়কর দপ্তরের, হাজারিবাগের হোটেলে জোর তল্লাশি

পার্থ ঘনিষ্ঠের কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে বলেই মনে করা হচ্ছে।

IT raids hotel in Hazaribagh in search of Partha Chatterjee aide । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 20, 2022 11:16 am
  • Updated:August 20, 2022 11:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির জাল ছড়িয়ে বাংলার বাইরেও? এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের সন্ধানে ভিনরাজ্যে হানা আয়কর দপ্তরের আধিকারিকদের। ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে হানা দেন তাঁরা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ওই হোটেলে যান আধিকারিকরা। তবে তদন্তকারীরা পৌঁছনোর আগেই হোটেল ছাড়েন পার্থ ঘনিষ্ঠ।

সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) মাধ্যমে ওই পার্থ ঘনিষ্ঠের খোঁজ পায় আয়কর দপ্তর। সেই অনুযায়ী, গত বেশ কয়েকদিন যাবতই পার্থ ঘনিষ্ঠ আধিকারিকদের নজরে ছিলেন। সম্প্রতি আয়কর দপ্তরের আধিকারিকরা জানতে পারেন, ঝাড়খণ্ডের হাজারিবাগের হোটেলে উঠেছেন ওই ব্যক্তি। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে ওই হোটেলে হানা দেন আধিকারিকরা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় হোটেল চত্বর। তবে আধিকারিকরা হোটেলে পৌঁছনোর আগেই সেখান থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।

Advertisement

[আরও পড়ুন: স্ত্রী-মেয়ের আরও জমির হদিশ, ‘বেনামি সম্পত্তি নেই’, সাফাই অনুব্রতর]

ইডি আয়কর দপ্তরকে (IT) জানায়, সরকারি গাড়িতে চড়ে পার্থ ঘনিষ্ঠ হাজারিবাগের হোটেলে যান। অনেকগুলি ব্যাগ নিয়ে হোটেলে ওঠেন ওই ব্যক্তি। তার ব্যাগে প্রচুর পরিমাণ নগদ টাকা রয়েছে বলেই অনুমান। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কাছ থেকে ওই টাকা তিনি দিয়েছিলেন বলেই জানা গিয়েছে। তবে হোটেলে আয়কর দপ্তর হানা দিতে পারে বলে আগেভাগেই জেনে যায় ওই ব্যক্তি। আধিকারিকরা হোটেলে পৌঁছনোর আগে ব্যাগ নিয়ে বেরিয়ে যান পার্থ ঘনিষ্ঠ। 

Advertisement

গত জুলাই মাসের শেষের দিকে নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। টালিগঞ্জের অভিজাত আবাসন ডায়মন্ড সিটি থেকে ইডি পাকড়াও করে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করে ইডি। এছাড়া প্রচুর পরিমাণে সোনার গয়না, বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। বিপুল টাকার উৎস নিয়ে ধন্দে তদন্তকারীরা। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ওই টাকা তাঁর নয়। আবার অর্পিতার দাবি, মিনি ব্যাংক হিসাবে তাঁর ফ্ল্যাটটিকে কাজে লাগিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

[আরও পড়ুন: কষ্ট করলে কেষ্ট মেলে! কলকাতায় জন্মাষ্টমীতে অ্যাস্ট্রো সিজারে সন্তান জন্মের ঢল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ