Advertisement
Advertisement

Breaking News

নরেন্দ্র মোদি

‘নতুন ভবিষ্যতের দিকে এগোচ্ছে জম্মু, কাশ্মীর ও লাদাখ’, বলছেন প্রধানমন্ত্রী

পাকিস্তান কোনওদিন ভারতের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

Jammu And Kashmir, Ladakh Taking Step Towards New Future Today
Published by: Soumya Mukherjee
  • Posted:October 31, 2019 5:23 pm
  • Updated:October 31, 2019 5:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নতুন ভবিষ্যতের দিকে এগোচ্ছে জম্মু, কাশ্মীর আর লাদাখ।’ গুজরাটের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গুজরাটের কেবাদিয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের ফলে ভূস্বর্গে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং ব্যক্তিগত স্বার্থের জন্য ক্ষমতার খেলা বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

[আরও পড়ুন: মহারাষ্ট্রে সরকার গঠনে জটিলতা অব্যাহত, রাজভবনে যাচ্ছে শিব সেনা]

বৃহস্পতিবার সকালে গুজরাট গিয়ে কেবাদিয়ায় থাকা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তারপর বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা ভারতের গর্ব এবং পরিচয় বলেও উল্লেখ করেন। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্যে দিয়ে তাঁর সরকার দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করেছে বলেও জানান। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে। দেশের মধ্যে এটাই একমাত্র জায়গা ছিল যেখানে ৩৭০ ধারা চালু ছিল। যার ফলে গত তিন দশকে জঙ্গি হামলায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কত মা তাঁদের সন্তানকে হারিয়েছেন। কিন্তু, এখন ৩৭০ ধারার সেই দেওয়াল ধ্বংস হয়েছে। একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে জম্মু, কাশ্মীর ও লাদাখ।’

Advertisement

সর্দার বল্লভভাই পটেলের জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার একতা দিবস দৌড়ের সূচনা করেন প্রধানমন্ত্রী। পরে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর মূর্তির পাশে তৈরি হওয়া মঞ্চে দাঁড়িয়ে মোদি বলেন, ‘সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ঐক্য ও সংহতির প্রতীক। বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের দেশের চিরন্তন বৈশিষ্ট্য। সেই ধারণার ধারক-বাহক ছিলেন তিনি। সারা জীবন উৎসর্গ করেছিলেন অখণ্ড ভারত গড়ে তোলার জন্য। একসময়ে তিনি বলেছিলেন, জম্মু ও কাশ্মীরের বিষয়টি যদি তাঁর হাতে থাকত তাহলে এই বিষয়টিতে দৃঢ় সিদ্ধান্ত নিতে এত দেরি হত না। তিনি দেশের ঐক্য বজায় রাখার পক্ষেই সারাজীবন সওয়াল করেছেন। তাই ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্ত আমরা তাঁর স্মৃতিতে উৎসর্গ করছি।’

Advertisement

[আরও পড়ুন: অটোকে বাঁচাতে গিয়ে নদীতে পড়ল গাড়ি, ভাইরাল হাড়হিম করা ভিডিও]

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, পাকিস্তান কোনওদিন ভারতের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘পাকিস্তান কোনওদিন আমাদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে না। তাই তারা দেশের ঐক্য বিঘ্নিত করতে চাইছে। কিন্তু, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের গর্ব ও পরিচয়।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ