সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত হল জম্মু–কাশ্মীর (Jammu And Kashmir)। শুক্রবার সকালে বারামুল্লা জেলার ইয়েদিপোরার পাট্টান এলাকায় সেনা–জঙ্গি গুলির লড়াই শুরু হয়। ঘটনায় ইতিমধ্যে আহত হয়েছেন ভারতীয় সেনার (Indian Army) এক মেজর। শেষ পাওয়া খবরে, এখনও গুলির লড়াই চলছে। আপাতত আহতও ওই জওয়ানকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: করোনা LIVE UPDATE: ভক্তদের জন্য খুলল তারকেশ্বরের মন্দির, স্বাস্থ্যবিধি মেনে পুজোর লাইন]
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জম্মু–কাশ্মীর পুলিশ, সেনার ২৯ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ–এর যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তখনই তাঁদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতেই আহত হন ওই মেজর। এরপরই পালটা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনাও। ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শেষ পাওয়া খবরে, এখনও গুলির লড়াই চলছে। এদিকে, সংঘর্ষের খবর টুইটে জানায় জম্মু–কাশ্মীর পুলিশ।
#Encounter has started at #Yedipora #Pattan area of #Baramulla. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 4, 2020
[আরও পড়ুন: অসৎ পেট্রল পাম্পে লোক ঠকানোর এসব কারসাজি জানেন? সাবধান থাকুন আগে থেকেই]
এদিকে, শুধু জঙ্গিরা নয়, করোনা আবহের মধ্যেই উপত্যকায় বারেবারে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ক্রমাগত গোলাগুলি ছুঁড়ছে পাকিস্তান। এর জেরে গত বুধবার সকালেও জম্মুর রাজৌরি জেলায় শহিদ হন একজন ভারতীয় জওয়ান। অন্যদিকে, অবশ্য সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালিয়ে বীরওয়া বুদগাম (Beerwah Budgam) -এর পেঠকোট এলাকা থেকে চার লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করেন নিরাপত্তারক্ষীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, প্রতিদিনের মতো বুধবারও জম্মুর রাজৌরি জেলার সীমান্তে গোলাগুলি ছুঁড়তে শুরু পাকিস্তানের সেনা। পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। উভয়পক্ষের লড়াইয়ের ফলে টারকুন্ডি সেক্টরের কেসের গেলা এলাকায় কর্তব্যরত ভারতীয় সেনার একজন জুনিয়র কমিশনড অফিসার((JCO) গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেল তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শহিদ ওই জওয়ানের নাম রাজেশ কুমার বলে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়।