Advertisement
Advertisement

Breaking News

Karni Sena

গুলিতে ঝাঁজরা করণি সেনা প্রেসিডেন্ট সুখদেব সিং, প্রকাশ্যে হত্যাকাণ্ডের হাড়হিম সিসিটিভি ফুটেজ

মঙ্গলবার দুপুরে গুলিবিদ্ধ হন সুখদেব।

Karni Sena President Sukhdev Singh Gogamedi shot dead in Rajasthan Jaipur | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 5, 2023 3:32 pm
  • Updated:December 5, 2023 9:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা (Shri Rashtriya Rajput Karni Sena) প্রেসিডেন্ট সুখদেব সিং গোগামেদিকে (Sukhdev Singh Gogamedi) গুলি করে হত্যা করা হল। মঙ্গলবার জয়পুরে সুখদেবকে তাঁর বাড়ির কাছেই গুলিতে ঝাঁজরা করে দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হত্যাকাণ্ডের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। আততায়ীদের খোঁজে চলছে তল্লাশি। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা বেজে ৪৫ মিনিট নাগাদ নিজের বাড়ির কাছে এক পরিচিতের বাড়িতে ছিলেন সুখদেব। তখনই চার জন দুষ্কৃতী স্কুটারে চেপে হাজির হয় ঘটনাস্থলে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘরের ভিতর ঢুকে করণি সেনা প্রেসিডেন্টকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হচ্ছে। পাশাপাশি সঙ্গী অজিত সিং এবং নিরাপত্তারক্ষীর উপরেও গুলি চালানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সুখদেবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুখদেবকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

 

[আরও পড়ুন: ‘আরও ব্যর্থতা আসবে, তৈরি থাকুন’, নাম না করে ফের বিরোধীদের খোঁচা মোদির]

অজিত সিং এবং নিরাপত্তারক্ষীর চিকিৎসা চলছে হাসপাতালে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। রাজস্থানের (Rajasthan) ডিজিপি উমেশ মিশ্র এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযাযী চার জন দুষ্কৃতী প্রকাশ্যে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে। সুখদেবের পাশপাশি তাঁর নিরাপত্তারক্ষী এবং আরও এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই হত্যাকাণ্ড চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। 

[আরও পড়ুন: গেরুয়া ঝড়ের রেশেই ফের কামাল, আবার সর্বকালের রেকর্ড উত্থান সেনসেক্সের]

প্রসঙ্গত, ২০১৮ সালে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘পদ্মাবতের’ বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল কট্টরপন্থী রাজপুত নেতা লোকেন্দ্র সিংহ কালভি প্রতিষ্ঠিত ‘শ্রী রাজপুত করণি সেনা’। সেই সময় শুটিংয়ের মধ্যেই করণি সেনার সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছিলেন ভন্সালী। সেই সময় বলি ছবির বিরুদ্ধে প্রতিবাদ করেন সুখদেবও। রাজস্থানের বিধানসভা ভোটে কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতা দখলের ৪৮ ঘণ্টার মধ্যেই সেই সুখদেবের উপর এই হামলা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ