Advertisement
Advertisement

Breaking News

বিদ্যুৎ

মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, কেজরিওয়ালের ঘোষণায় স্বস্তিতে দিল্লিবাসী

ভোটের আগে কল্পতরু কেজরি, কটাক্ষ বিরোধীদের।

Kejriwal announces free electricity upto 200unit per month
Published by: Sucheta Sengupta
  • Posted:August 1, 2019 8:08 pm
  • Updated:August 1, 2019 8:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজধানীতে বিদ্যুৎ পরিষেবা আরও সুলভ করতে ২০০ ইউনিট পর্যন্ত নিখরচায় করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বৃহস্পতিবারই তিনি ঘোষণা করেছেন, মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচের ক্ষেত্রে কোনও মূল্য দিতে হবে না৷ তাঁর এই ঘোষণায় স্বভাবতই খুশি দিল্লিবাসী৷

[আরও পড়ুন: খাদ্য তালিকায় ‘হালাল’ কেন? প্রশ্ন তুলে জোম্যাটোকে বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের]

তবে রাজধানীতে বসবাসকারীদের জন্য সুখবর আরও আছে৷ প্রতি মাসে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ যদি ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত হয়, তাহলে অর্ধেক দাম দিতে হবে৷ বিদ্যুৎ পরিষেবায় দিল্লি সরকার ৫০ শতাংশ ভরতুকি দেওয়া চালু করায় খরচ এতটা কম করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন কেজরিওয়াল৷ তাঁর কথায়, ‘এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত৷’ সংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ‘ভিআইপি, রাজনীতিকরা বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেলে কোনও প্রশ্ন ওঠে না৷ তাহলে সাধারণ মানুষ বঞ্চিত হবেন কেন? আমি কি এই পদক্ষেপ নিয়ে ভুল করলাম? তা আপনারাই বলবেন৷’

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, কেজরিওয়ালের এই সিদ্ধান্তের ফলে রাজধানীর অন্তত ৩৩ শতাংশ মানুষ গ্রীষ্মে বিদ্যুৎ পরিষেবা পেতে পারেন বিনামূল্যে৷ আর শীতকালে ব্যবহারকারীর হার বেড়ে ৭০ শতাংশ হতে পারে৷ কারণ, শীতে এমনিই বিদ্যুতের খরচ কম৷ উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলছেন, ‘শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকারের মতো বিদ্যুতের অধিকারও মানুষের ন্যূনতম চাহিদা এবং তা পূরণ হওয়া উচিৎ৷’ তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, #PehleHalfAbMaaf – এই নামে৷

Advertisement

তবে কেজরিওয়ালের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আসরে নেমে গিয়েছে বিজেপি৷ তাঁদের দাবি, বিদ্যুতে সরকারি ভরতুকি দেওয়া কেজরিওয়ালের নিজের সিদ্ধান্ত নয়৷ বরং বিজেপির লাগাতার আন্দোলনের সাফল্য৷ বিজেপি নেতা মনোজ তিওয়ারির মন্তব্য, ‘ এর আগে সাধারণ মানুষের থেকে ৭ হাজার কোটি টাকা লুট করেছে কেজরি সরকার৷ ভোটের আগে সেসব ফিরিয়ে দিচ্ছেন৷ নাহলে আর কবে ফেরাবেন?’ তবে দিল্লিবাসী জানেন, খোদ রাজধানীতে বিদ্যুতের যে সমস্যা ছিল, কেজরি সরকারের হাত ধরেই তার সমাধান মিলেছে৷

[আরও পড়ুন: উন্নাও কাণ্ড: সুপ্রিম নির্দেশের পরেই জেলবন্দি বিধায়ককে বহিষ্কার করল বিজেপি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ