Advertisement
Advertisement

Breaking News

জোম্যাটো

খাদ্য তালিকায় ‘হালাল’ কেন? প্রশ্ন তুলে জোম্যাটোকে বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের

নেটদুনিয়ায় #boycottzomato-র পরিপ্রেক্ষিতে খোলা চিঠিতে যুক্তিপূর্ণ জবাব সংস্থার৷

Zomato released a public letter on Wednesday to defend using halal tag
Published by: Sayani Sen
  • Posted:August 1, 2019 7:20 pm
  • Updated:August 1, 2019 7:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবারের কোনও ধর্ম হয় না – লেখার পরেও কেন ‘হালাল’ শব্দ ব্যবহার করে জোম্যাটো? এই প্রশ্নেই আপাতত সরগরম নেটদুনিয়া৷ উঠেছে #boycottzomato ঝড়৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নামল জোম্যাটো কর্তৃপক্ষ৷ ‘হালাল’ শব্দ উল্লেখের নেপথ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলাদা কোনও উদ্দেশ্য জড়িত নেই বলেই দাবি খাদ্য সরবরাহকারী সংস্থার৷

[আরও পড়ুন: ‘গরিব তাই সহ্য করতে হবে’, বিতর্কে মনখারাপ জোম্যাটোর ডেলিভারি বয় ফৈয়াজের]

দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন রেস্তরাঁর খাবার গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেয় জোম্যাটো৷ ওই অ্যাপের মাধ্যমে এক ক্লিকে বাড়িতে বসেই মনমতো খাবার পান খাদ্যরসিকরা৷ সেরকমই জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্লা জোম্যাটোয় খাবার অর্ডার দেন৷ কিন্তু মুসলমান যুবকের হাত থেকে খাবার নিতে আপত্তি জানান তিনি৷ সেই ইস্যুতে পরিবেশকের পাশে দাঁড়িয়ে জোম্যাটো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ‘‘খাবারের কোনও ধর্ম হয় না৷’’ এই প্রতিক্রিয়ার পরই অ্যাপে মেনুর পাশে উল্লেখিত ‘হালাল’ শব্দটি নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ৷ ধর্ম নিয়ে জোম্যাটোর কোনও মাথাব্যথা না থাকা সত্ত্বেও কেন ‘হালাল’ শব্দটি তাদের অ্যাপে উল্লেখ থাকবে, প্রশ্ন তাঁদের৷ আবার কারও বক্তব্য, ভেদাভেদ করতে না চাইলে ‘হালাল’ শব্দের পাশাপাশি ব্যবহার করা হোক ‘ঝটকা’ শব্দটিও৷

Advertisement

[আরও পড়ুন: হিন্দু ছাড়া কারও হাত থেকে খাবার না নেওয়ার ‘আবদার’, ক্রেতাকে যোগ্য জবাব জোম্যাটোর]

নেটদুনিয়ায় #boycottzomato ঝড় থামাতে আসরে নামল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ একটি খোলা চিঠিতে সাফ জানানো হয়েছে, জোম্যাটো খাবার বিক্রি করে না৷ তাদের কাজ যে কোনও রেস্তরাঁর পছন্দসই খাবার অ্যাপ ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া৷ তাই কোনও রেস্তরাঁর খাবারে ‘হালাল’ উল্লেখ করা থাকলে তা জোম্যাটো অ্যাপেও দেখতে পাওয়া যায়৷ ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভেদাভেদ তৈরি করতে ‘হালাল’ শব্দ ব্যবহার করে না জোম্যাটো৷’’ নেটিজেনদের তোলা ‘ঝটকা’ ইস্যুরও জবাব দেয় জোম্যাটো৷ চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘‘কোনও রেস্তরাঁই মাংসের পদের পাশে ‘ঝটকা’ কথাটি উল্লেখ করে না, তাই তা অ্যাপেও দেখা যায় না৷’’

Advertisement

তবে জোম্যাটোর খোলা চিঠির জবাবে সন্তুষ্ট নন নেটিজেনরা৷ খাবার সরবরাহকারী ওই অ্যাপকে গুগল প্লে স্টোরে রিভিউ রেটিংয়ে ওয়ান স্টার অর্থাৎ পারফরম্যান্স খারাপের তালিকায় ফেলে দিচ্ছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ