Advertisement
Advertisement
Kerala Governor CM

খুনের চেষ্টা! মুখ্যমন্ত্রী বিজয়নের বিরুদ্ধে বিস্ফোরক কেরলের রাজ্যপাল

রাজ্যপালের কনভয়ে হামলার অভিযোগ এসএফআই সমর্থকদের বিরুদ্ধে।

Kerala governor made allegations against CM | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 12, 2023 10:10 am
  • Updated:December 12, 2023 11:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারীরিক ভাবে নিগ্রহের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan)। বিস্ফোরক অভিযোগ আনলেন কেরলের (Kerala) রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan)। সোমবার রাজ্যপালের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে এসএফআই কর্মীদের বিরুদ্ধে। তার পরেই ক্ষুব্ধ রাজ্যপাল অভিযোগ আনেন, তিরুবনন্তপুরমের পথে দাপট দেখাচ্ছে গুণ্ডারা। উল্লেখ্য, তিরুবনন্তপুরমে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করে এসএফআইয়ের কর্মীরা।

সোমবার দিল্লির বিমান ধরতে তিরুবনন্তপুরমের বিমানবন্দরে যাচ্ছিলেন কেরলের রাজ্যপাল। সেই সময়েই তাঁর গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করে এসএফআই সমর্থকরা। গাড়িতে ভাংচুর করারও অভিযোগ উঠেছে। রাজ্যপালের কনভয়তে সবমিলিয়ে তিনবার হামলা হয়েছে বলেই খবর। শেষ পর্যন্ত একটি জায়গায় কনভয় থামিয়ে দিয়েও বিক্ষোভ চলে। তার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এসএফআই সমর্থকরা।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কে? রাজমাতা বেঁকে বসায় রাজস্থানে ফাঁপরে বিজেপি]

গোটা ঘটনায় ক্ষোভ উগরে দেন কেরলের রাজ্যপাল। তিনি বলেন, “আমি সোজাসুজি বলছি, আমাকে শারীরিক নিগ্রহ করার জন্য লোক পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই গুণ্ডারাই রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী কোনও অনুষ্ঠানে গেলে কি তাঁর কনভয়ে গাড়ি নিয়ে ঢুকতে পারে প্রতিবাদীরা? কিন্তু এখানে তো প্রতিবাদীদের গাড়িতে তুলে দিয়ে পালাতে সাহায্য করছে পুলিশ। আমি গাড়ি থেকে নামতেই পালিয়ে গিয়েছে প্রতিবাদীরা। স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকলে পুলিশ বেচারা কী করবে?”

Advertisement

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নানা ইস্যুতেই কেরলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে। সেই টানাপোড়েনের মধ্যেই এবার সরাসরি পিনারাই বিজয়নের দিকে কার্যত ‘খুনের চেষ্টা’র অভিযোগ আনলেন আরিফ মহম্মদ খান। কেরল পুলিশ সূত্রে খবর, সাত জন এসএফআই সমর্থককে আটক করা হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: ভয়ংকর ইজরায়েলি ফসফরাস বোমায় ক্ষতবিক্ষত লেবানন! প্রশ্নের মুখে আমেরিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ