Advertisement
Advertisement

Breaking News

Kerala

টানা ২৯ ঘণ্টা পাশবিক অত্যাচার, কেরলে ব়্যাগিংয়ে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার! তদন্তে CBI

এই ঘটনায় বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

Kerala Student Found Dead In College Hostel Assaulted For 29 Hours
Published by: Kishore Ghosh
  • Posted:April 7, 2024 2:40 pm
  • Updated:April 7, 2024 2:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ব়্যাগিংয়ের বলি কেরলে (Kerala)। অভিযোগ, টানা ২৯ ঘণ্টা পাশবিক অত্যাচারে কেরলে মৃত্যু হয়েছে এক ডাক্তারি পড়ুয়ার। ওয়ানাড় জেলার মেডিক্যাল কলেজ লাগোয়া হস্টেলে থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার দেহ। এই ঘটনায় বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ছাত্রের ‘রহস্য মৃত্যু’র তদন্তের দায়িত্ব সিবিআইকে দিয়েছে রাজ্য সরকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিদ্ধার্থান জে এস পশু চিকিৎসা পড়াশোনা করছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি হস্টেলের বাথরুম থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, নৃশংস ব়্যাগিংয়ের জেরে মৃত্যু হয়েছে সিদ্ধার্থানের। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যরা এবং অন্য সহপাঠীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: উপাচার্যদের উনিই বেতন দিন! ‘শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ’ ইস্যুতে রাজ্যপালকে তোপ ব্রাত্যর]

ছাত্র মৃত্যুর ঘটনায় শুরুতে তদন্ত চালাচ্ছিল কেরল পুলিশ। তাদের বক্তব্য, কলেজে সিনিয়র এবং সহপাঠীরা একটানা ২৯ ঘণ্টা অত্যাচার চালায় সিদ্ধার্থানের উপর। এর পরই হস্টেলের ঘরে ঢুকে আত্মহত্যা করেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছিল পুলিশ। এদিন সেই ফাইল সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর প্রশভ পি ভি বলেন, ‘শারীরিক ও মানসিক অত্যাচার হয়েছে পড়ুয়ার উপরে।’ ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১৭ ফেব্রুয়ারি রাত ২টো অবধি চলে পাশবিক অত্যাচার। হাত ও বেল্ট দিয়ে মারধর করা হয়। এর পর ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে বারোটা থেকে ১টা ৪৫-এর মধ্যে হস্টেলের বাথরুমে গলায় ফাঁস আত্মহত্যা করেন পড়ুয়া।

 

[আরও পড়ুন: ‘রাহুল রাজনীতির সেরা ফিনিশার, কংগ্রেসকে ফিনিশ করবেই’, খোঁচা রাজনাথের]

তদন্তভার হাতে নিয়ে প্রাথমিকভাবে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই (CBI)। এই ২০ জন অপরাধের দিন হস্টেলে ছিলেন। উল্লেখ্য, ব়্যাগিংয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়ে কেরলের বাম সরকার। বিরোধী রাজনৈতিক শিবিরের আক্রমণের পরে গত ৯ মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেই মতো তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ