Advertisement
Advertisement
Kerala

কেরলের কোঝিকোড়কে ‘সাহিত্যের শহর’ স্বীকৃতি ইউনেস্কোর, শুভেচ্ছা জানালেন মোদি

বিশ্ব দরবারে আরও একবার উজ্জ্বল হল ভারতের নাম।

Kerala's Kozhikode named ‘City of Literature’ by Unesco। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 2, 2023 2:48 pm
  • Updated:November 2, 2023 2:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব দরবারে আরও একবার উজ্জ্বল হল ভারতের নাম। কেরলের কোঝিকোড় শহরকে ‘সিটি অফ লিটারেচার’ বা সাহিত্যের শহর স্বীকৃতি দিল ইউনেস্কো। একই সঙ্গে মধ্যপ্রদেশের গোয়ালিয়রকে সঙ্গীতের ক্ষেত্রে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে স্থান দেওয়া হয়েছে। দুই শহরের এই সাফল্যের জন্য টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশের এই দুই শহরের স্বীকৃতির জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি লিখেছেন, ‘বিশ্ব দরবারে ভারতের সংস্কৃতি স্বীকৃতি পেয়েছে। কোঝিকোড়ের সমৃদ্ধশালী সাহিত্য ও গোয়ালিয়রের সুরেলা ঐতিহ্য ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে স্থান পেয়েছে। দুই শহরের মানুষদের এই উল্লেখযোগ্য স্বীকৃতির অনেক শুভেচ্ছা।’ ইউনেস্কোর এই উদ্যোগে লোকসংস্কৃতি, চলচ্চিত্র, সাহিত্য-সহ ৭টি ক্ষেত্রে ১০০টির বেশি দেশের ৩৫০টি শহর প্রতিনিধিত্ব করেছিল।

Advertisement

[আরও পড়ুন: পিঁয়াজ কিনতে চোখে জল, আমজনতাকে সুরাহা দিতে উদ্যোগ কেন্দ্রের]

গত মঙ্গলবার ছিল ওয়ার্ল্ড সিটিস ডে। যেখানে ৫৫টি শহর ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে। প্রতিটি শহরই তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, সৃজনশীলতা ও নগর উন্নয়নের জন্য ইউনেস্কোর এই তালিকায় স্থান করে নিয়েছে। এই শহরগুলোর মধ্যে ৫৫তম স্থানে থাকা কেরলের (Kerala) কোঝিকোড় পেয়েছে ‘সিটি অফ লিটারেচার’-এর উপাধি। যা নিয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত কোঝিকোড় কর্পোরেশনের মেয়র বীনা ফিলিপ। 

এনিয়ে তিনি বলেছেন, সাহিত্য ক্ষেত্রে শহরের শ্রেষ্ঠত্বের জন্য এই উপাধি উল্লেখযোগ্য স্বীকৃতি। গত দুই বছর ধরে সকলের মিলিত প্রচেষ্টার জন্যই এই সাফল্য এসেছে। বলে রাখা ভালো, কেরলে বহু বছর ধরে সাহিত্য উৎসব হয়। কোঝিকোড়েরও (Kozhikode) বিভিন্ন সাহিত্য সমাবেশের ইতিহাস রয়েছে। অন্যদিকে, সঙ্গীতের জন্য ক্রিয়েটিভ সিটিসের মধ্যে জায়গা করে নিয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র। 

[আরও পড়ুন: বিরোধীদের ফোন ‘হ্যাক’ কাণ্ডে তদন্তে কেন্দ্রীয় সংস্থা, দ্রুত রিপোর্ট পেশের নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ