Advertisement
Advertisement

Breaking News

আধার কার্ডে নামের বানান ভুল? নিজেই শুধরে নিন এই পদ্ধতিতে

কীভাবে নিজের হাতে এ কাজ করবেন, জেনে নিন এই প্রতিবেদনে

Know how to change name, address in Aadhaar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 8, 2017 8:55 am
  • Updated:May 8, 2017 9:14 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এখন সর্বত্রই আবশ্যিক হয়ে গিয়েছে আধার কার্ড৷ অনেকে ইতিমধ্যেই আধার কার্ড বাড়ি বসে পেয়ে গিয়েছেন, অনেকে আবার অনলাইনের মাধ্যমে সংগ্রহ করছেন৷ কিন্তু অনেক সময়ই দেখা যাচ্ছে, আধার কার্ডে নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যে ভুল রয়ে গিয়েছে৷ সেক্ষেত্রে আম আদমিকে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ কোথায় গিয়ে বা কাকে বলে এই ভুলক্রুটি শোধরানো যাবে, তাও অনেকেরই অজানা৷ এবার সেই অসুবিধা মিটতে চলেছে৷ কারণ এখন থেকে অত্যন্ত অনায়াসে অনলাইনেই আধার কার্ডের ভুল তথ্য ঠিক করে নেওয়া যাবে৷

aadhaar

Advertisement

[ফ্রান্সের নয়া প্রেসিডেন্ট মাকরোঁকে অভিনন্দন ট্রাম্পের]

কীভাবে অনলাইনে আধার কার্ডের ভুলক্রুটি শোধরাবেন? UIDAI পোর্টাল থেকেই কাজ হবে৷ সেখানে নিজের ব্যক্তিগত তথ্য দিতে হবে৷ তবে মোবাইল নম্বর অথবা লিঙ্গ পরিবর্তন করার জন্য কোনও তথ্যের প্রয়োজন নেই৷ আধার কার্ডে নামের বানান ভুল রয়েছে? তাহলে https://ssup.uidai.gov.in/web/guest/update ওয়েবসাইটে ক্লিক করুন৷ সেখানেই বেশ কয়েকটি অপশন দেখাবে৷ update Aadhaar details অপশনে ক্লিক করতে হবে৷ এবার নিজের আধার নম্বর লিখুন৷ তারপরই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওপিটি) আসবে৷ টেক্সট ভেরিফিকেশন বক্সে ওটিপি নম্বরটি টাইপ করে ফেলুন৷ এরপর নাম পরিবর্তন, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা পরিবর্তন ইত্যাদি অপশনগুলি খুলে যাবে৷

Advertisement

aadhaar1

[চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা অভিজ্ঞদের উপরেই, নেই নতুন মুখ]

সেখান থেকে নাম পরিবর্তনের অপশনটি বেছে নিন৷ এবার নিজের ঠিক বানানটি লিখে ফেলুন৷ এর পরের স্টেপে কয়েকটি জরুরি তথ্য চাওয়া হবে৷ তারপর দেখাবে দু’টি BPO সার্ভিস প্রোভাইডার৷ যে কোনও একটিতে ক্লিক করুন৷ তাহলেই সাবমিট অপশনে ক্লিক করার অপশন পাবেন৷ এই প্রসেস শেষে পরের পেজে আপনাকে URN নম্বর দেওয়া হবে৷ আধার কার্ডে নাম পরিবর্তন হল কি না, তা জানার ক্ষেত্রে প্রয়োজন হবে এই URN নম্বর৷ অর্থাৎ এবার থেকে আধার কার্ডের ভুল পরিবর্তনের জন্য আর কারও উপর নির্ভরশীল থাকতে হবে না৷

aadhaar2

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ