Advertisement
Advertisement

Breaking News

ইডি

শুধু মালিয়া-নীরব মোদি নন, দেশ ছেড়েছেন অন্তত ৩৬ জন দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী

চপার কেলেঙ্কারির এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে জানাল ইডি।

Like Maliya and Nirav Modi 36 businessman flee from India
Published by: Subhajit Mandal
  • Posted:April 16, 2019 10:43 am
  • Updated:April 16, 2019 12:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু বিজয় মালিয়া বা নীরব মোদি নন। দুর্নীতির শিকড় আরও গভীরে। গত কয়েক বছরে মালিয়া-নীরব মোদিদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন অন্তত ৩৬ জন প্রভাবশালী। এরা প্রত্যেকেই কোনও না কোনও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন। চপার কেলেঙ্কারির এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল ইডি।

[আরও পড়ুন: এপ্রিলের শেষে ফের বাংলায় প্রচারে ঝড় তুলতে আসছেন মোদি-শাহ]

প্রতিরক্ষা মন্ত্রকের অন্যতম এজেন্ট সুসেনমোহন গুপ্তার জামিনের আরজির বিরোধিতা করতে গিয়ে একথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অগস্টা ওয়েস্টল্যান্ড কপ্টার কেলেঙ্কারির ঘটনায় অন্যতম অভিযুক্ত সুসেনমোহন। সোমবার ইডি সুসেনমোহনের জামিনের বিরোধিতা করতে গিয়ে জানায়, জামিন দেওয়া হলে এই ব্যক্তিও দেশ ছেড়ে পালিয়ে যাতে পারেন। এভাবেই আগে দেশ ছেড়ে ৩৬ জন পালিয়ে গিয়েছেন।

Advertisement

এদিন বিশেষ আদালতের বিচারক অরবিন্দ কুমারকে ইডির আইনজীবী জানান, অতি সম্প্রতি বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসির মতো ৩৬ জন ব্যবসায়ী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। পালিয়ে যাওয়া এই সব ব্যক্তির সমাজে যথেষ্টই প্রভাব প্রতিপত্তি ছিল। তার পরেও তাঁরা দেশ ছেড়ে চলে গিয়েছেন। সর্বোপরি এই মামলা বর্তমানে এক গুরুপূর্ণ পর্যায়ে রয়েছে। সুসেনমোহনের ডায়েরিতে ‘আর জি’ নামে এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। এই ‘আর জি’ কে তা জানতে তদন্ত চলছে।

Advertisement

[আরও পড়ুন: কাঁটা উগ্র হিন্দুত্ববাদ! মোদির আবেদনেও সাড়া দিচ্ছেন না কাশ্মীরিরা]

সুসেনমোহনকে জামিন দেওয়া হলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে এবং তথ্যপ্রমাণ নষ্ট করে দিতে পারেন। অন্যদিকে সুসেনমোহনের আইনজীবী বলেন, ইডি ইতিমধ্যেই তদন্তের কাজ শেষ করেছে। এমনকী, সংস্থা চার্জশিটও পেশ করেছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার যে আশঙ্কা ইডি করছে তার কোনও ভিত্তি নেই। এই মামলার তদন্তে ইডি যখনই ডেকে পাঠিয়েছে তখনই হাজির হয়েছেন সুসেনমোহন। এই মামলার তদন্তে তিনি আগাগোড়া ইডিকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অবশ্য এদিন সুসেনমোহনের জামিন নিয়ে কোনও নির্দেশ জারি করেননি। ২০ এপ্রিল পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, আর্থিক কেলেঙ্কারি প্রতিরোধ আইনে সুসেনমোহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। তদন্তকারী সংস্থার অনুমান, ৩৬০০ কোটি টাকার ভিভিআইপি কপ্টার কেলেঙ্কারির মামলায় কাদের টাকা দেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে সুসেনমোহনের কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ