Advertisement
Advertisement

নিয়ন্ত্রণরেখার গ্রাম থেকে আইআইটি পাড়ি ৪ পড়ুয়ার

যাঁদের ঘুম ভাঙত গুলির শব্দে, তাঁরাই এখন পথপ্রদর্শক৷

Line of Control villages send 4 boys to IITs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2016 5:35 pm
  • Updated:July 20, 2022 6:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের উড়ানে ভর করে লক্ষ্যপূরণ হতে চলেছে চার পড়ুয়ার! এতদিন যাঁদের ঘুম ভাঙত গুলির শব্দে৷ নিয়ন্ত্রণরেখার খুব কাছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ওই চার পড়ুয়ার সামনে এখন নতুন ভবিষ্যতের হাতছানি৷ বোমার আওয়াজে কেঁপে ওঠা এখন অতীত, তাঁদের পরবর্তী গন্তব্য দেশের সেরা আইআইটি প্রতিষ্ঠানগুলি৷

ভারতীয় সেনা ও পাক রেঞ্জারদের ‘কুরুক্ষেত্র’ পুঞ্চ! কিন্তু সেই জেলারই নানা গ্রাম থেকে চার উজ্জ্বল শিক্ষার্থী যাঁদের বয়স ১৭ থেকে ১৯, পা রাখতে চলেছে দেশের সেরা চার আইআইটি ক্যাম্পাসে৷ ১৯ বছরের শাহিদ আফ্রিদি হয়তো মাঠে নেমে লম্বা ছক্কা হাঁকাতে পারেন না, কিন্তু শিন্দ্রা গ্রাম থেকে তিনিই প্রথম আইআইটি কানপুরে পড়াশোনা করার সুযোগ পেলেন৷ ১৮ বছরের আকিব মুজতবাও ওই একই কৃতিত্বের অধিকারী হওয়ায় মহা খুশি অনগ্রসর গুজ্জর সমাজ৷ ১৭ বছরের হাফিজ ও ১৯ বছরের হিলাল আহমেদ কলাই গ্রাম থেকে এই প্রথম কোনও এলিট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যাচ্ছে৷

Advertisement

এদের মধ্যে শাহিদ আইআইটি কানপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চশিক্ষার পথ গ্রহণ করবেন৷ আইআইটি ভুবনেশ্বরে আকিব পড়বেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে৷ উসমান আইআইটি দিল্লিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন৷ আইআইটি পাটনায় হিলাল পড়বেন কম্পিউটার সায়েন্স নিয়ে৷ নিজের এই কৃতিত্বে উচ্ছ্বসিত শাহিদ জানাচ্ছেন, আমরা ভারতীয় বলেই আইআইটি-র মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছি৷ মুসলিম মানেই যে জঙ্গি নয়, সে কথা আরও বড় মঞ্চে তুলে ধরতে চাওয়ার স্বপ্ন জ্বলজ্বল করে শাহিদদের চোখে৷ বাকিদেরও বক্তব্য মোটামুটি একই৷ অশিক্ষার অন্ধকারে তলিয়ে তাঁদের গ্রামের একজন শিশুও যেন জঙ্গি তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগামিদিনের পথ চলার শপথ নিয়েছেন ওঁরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ