Advertisement
Advertisement

Breaking News

Om Birla

শীতকালীন অধিবেশন হতে পারে নতুন সংসদ ভবনেই, ঘোষণা লোকসভার স্পিকার ওম বিড়লার

সেন্ট্রাল ভিস্তার কাজ শেষ হতে পারে অক্টোবরেই।

Lok Sabha Speaker Om Birla has said that the winter session would likely begin in the new Parliament building। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 19, 2022 12:16 pm
  • Updated:June 19, 2022 12:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের (Parliament) নতুন ভবনেই সম্ভবত হবে শীতকালীন অধিবেশন। এমনটাই জানালেন লোকসভার (Lok Sabha) স্পিকার ওম বিড়লা (OM Birla)। লোকসভার (Lok Sabha) স্পিকার হিসেবে তাঁর তিন বছর পূর্ণ হল রবিবার। সেই উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ই এমন সম্ভাবনার কথা শোনালেন তিনি।

ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”সংসদের নতুন ভবনে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা শীতকালীন অধিবেশনেই। এই নতুন ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক। প্রযুক্তি হোক বা সুরক্ষা, সব দিক থেকেই এই নতুন ভবন পুরনো ভবনটির চেয়ে অনেক উন্নত। যদিও সংসদের এই পুরনো ভবনটিও এর একটি অংশ হিসেবে থাকবেই।”

Advertisement

[আরও পড়ুন: ‘এত টাকা এল কোথা থেকে?’, কেকের অনুষ্ঠানের খরচ নিয়ে এবার প্রশ্ন তুললেন সৌগত রায়]

সংসদের কার্যকলাপ যেন শৃঙ্খলা মেনে নিয়মমতো হতে পারে, তা নিশ্চিত করার দিকেও এদিন জোর দিতে দেখা যায় ওম বিড়লাকে। এপ্রসঙ্গে তিনি বলছেন, ”আমি প্রায়ই সমস্ত দলীয় নেতাদের সঙ্গেই কথা বলি, যাতে ভবনের কাজ মসৃণ ভাবে হতে পারে। এবং শৃঙ্খলা মেনেই যেন তা হয়। শালীনতা যেন বজায় থাকে।”

Advertisement

উল্লেখ্য, দিল্লিতে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’। তৈরি হচ্ছে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবনও। অক্টোবরের মধ্যেই নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার কথা। এদিকে এই নয়া নির্মাণকাজের জন্য দিল্লির পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে অভিযোগ উঠেছিল আগেই। অভিযোগকারীদের দাবি ছিল, জমির চরিত্র বদলে দেওয়ায় নষ্ট হবে সবুজও। তাই নির্মাণকাজ বন্ধ করার দাবি জানিয়েছিলেন তাঁরা। বিষয়টা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে সমাপ্তির পথে সেন্ট্রাল ভিস্তার কাজ। 

[আরও পড়ুন: ‘চাকরির জন্য নয়, পরকীয়ায় জড়িয়েছিল তাই হাত কেটেছি রেণুর’, দাবি অভিযুক্ত স্বামী শরিফুলের]

এদিকে গত মাসেই কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আরজি জানানো হয়েছিল, সংসদের নতুন ভবনের নাম রাখা হোক দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে। এতে দেশের সাম্প্রদায়িক ঐক্যের ভাবধারাই উজ্জ্বল হবে। এমনটাই দাবি দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান অনিল কুমারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ