Advertisement
Advertisement
Afzal Ansari

রাহুল গান্ধীর পর সাংসদ পদ খোয়াচ্ছেন আরও এক বিরোধী নেতা

খুনের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।

Mafia Mukhtar Ansari's brother Afzal Ansari set to lose MP status | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 29, 2023 5:21 pm
  • Updated:April 29, 2023 5:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুনের মামলায় চার বছরের কারাদণ্ডের জের। সাংসদ পদ হারাতে চলেছেন বিরোধী শিবিরের আরও এক নেতা। এবার জনপ্রতিনিধি আইনের প্যাঁচে পড়লেন মায়াবতীর বহুজন সমাজ পার্টির (BSP) সাংসদ আফজল আনসারি।

উত্তরপ্রদেশের গাজিপুরের সাংসদ আফজল আনসারি। তাঁর দাদা মুখতার আনসারি উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার। ২০১৯ সালে বিএসপির টিকিটে গাজিপুর থেকে সাংসদ নির্বাচিত হন আফজল (Afzal Ansari)। মুখতার এবং আফজল দুই ভাইয়ের বিরুদ্ধে ২০০৫ সালে এক বিজেপি নেতাকে খুনের অভিযোগ ছিল। সেই মামলায় সদ্যই মুখতারের ৭ বছর এবং আফজলের ৪ বছরের কারাদণ্ড হয়েছে। মুখতারকে ৫ লক্ষ টাকা এবং আফজলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ২৫০ বাইকের হদিশ নেই, ফের কোটি টাকার গাড়ি কিনল বঙ্গ বিজেপি]

এই শাস্তির জেরেই এবার সাংসদ পদ হারাতে চলেছেন আফজল। আসলে ভারতের জনপ্রতিনিধি আইনের সেকশন ৮ (৩) অনুযায়ী, কোনও সাংসদ যদি যে কোনও অপরাধে দু’বছর বা তাঁর বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তাঁর সাংসদ পদ বাতিল হতে পারে। শুধু তাই নয়, ওই ব্যক্তি পরবর্তী ৮ বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না। অর্থাৎ উচ্চতর কোনও আদালতে এই রায় বাতিল না হলে ২০২৪ সালের লোকসভার (Lok Sabha) লড়াই থেকেও আফজল ছিটকে যেতে পারেন। আর সেটা বিএসপির জন্য এটা আরও বড় ধাক্কা হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: মামলা হাতছাড়া হওয়ায় ‘মনখারাপ’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কী বলছে বিরোধী দলগুলি?]

তবে আফজলের কাছে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ রয়েছে। বিএসপি নেতার বিরুদ্ধে এই রায় দিয়েছে গাজিপুরের এক স্থানীয় আদালত। আনসারির কাছে সুযোগ রয়েছে উচ্চতর কোনও আদালতে আবেদন করার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ