BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মহারাষ্ট্রে ফের ‘লং মার্চ’ কৃষকদের, লাল ঝান্ডা হাতে রাজপথে হাজার হাজার ‘অন্নদাতা’

Published by: Subhajit Mandal |    Posted: March 16, 2023 9:44 am|    Updated: March 16, 2023 1:35 pm

Maharashtra farmers march towards Mumbai with a list of demands | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে ফের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন! ফের সিপিএমের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার (All Indian Kishan Sabha) ব্যানারে শুরু হল লং মার্চ। মোট ১৭ দফা দাবিতে নাসিক থেকে মুম্বইয়ের উদ্দেশে হাঁটা শুরু করলেন হাজার হাজার কৃষক। মার্চের চড়া রোদ গায়ে মেখে, পায়ে হেঁটে লাল ঝান্ডা হাতে অন্নদাতাদের সেই মিছিল ফের নাগরিক সমাজের সমবেদনা কুড়োতে শুরু করেছে।

কৃষিঋণ মকুব, ভূমিহীন আদিবাসীদের জঙ্গলের জমির পাট্টা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, সেচের সুবিধা এবং কৃষকদের পেনশন চালু-সহ মোট ১৭ দফা দাবিতে কৃষকদের এই লং মার্চ শুরু হয়েছে নাসিক থেকে। রাজধানী মুম্বইয়ে গিয়ে রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে একযোগে বিক্ষোভ দেখাবেন কৃষকরা। অল ইন্ডিয়া কিষাণ সভার দাবি, ইতিমধ্যেই অন্তত হাজার দশেক কৃষক তাদের লং মার্চে (Long March) শামিল হয়েছেন। মিছিল যত মুম্বইয়ের দিকে এগোবে তত বহরে বাড়বে।

[আরও পড়ুন: বুটিক ও পার্টনারশিপে প্রোমোটিং ব্যবসার হদিশ, ইডি’র স্ক্যানারে শান্তনুর স্ত্রীর বিপুল সম্পত্তি]

উল্লেখ্য, এই একই দাবি সামনে রেখে ২০১৮ সালে মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বই পর্যন্ত লং মার্চ করেছিলেন প্রায় ৫০ হাজার কৃষক। সেসময় তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস (Devendra Fadanbis) কৃষক নেতাদের প্রতিশ্রুতি দেন ৬ মাসের মধ্যে তাঁদের দাবি মেনে নেওয়া হবে। লিখিতভাবে কৃষক নেতাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু কৃষকদের অভিযোগ, সেই প্রতিশ্রুতির পর পাঁচ বছর পেরিয়ে গেলেও অধিকাংশ দাবিই এখনও পূরণ হয়নি। সেকারণেই ফের এই মিছিলের ডাক।

[আরও পড়ুন: মান্থার বাড়ির সামনে পোস্টার মামলা: ‘তদন্তের নামে লুকোচুরি খেলবেন না’, ক্ষুব্ধ হাই কোর্ট]

ঘটনাচক্রে সেদিনের মুখ্যমন্ত্রী ফড়ণবিস আজ উপমুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই তাঁর উপরে চাপ থাকবে কৃষকদের দাবি মানার। তাছাড়া সেবারের মতো এবারেও কৃষকদের দাবিকে সমর্থন করছে বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই বলে দিয়েছেন, কৃষকরা মুম্বই পৌঁছানোর আগেই তাঁদের সব দাবি মেনে নেওয়া উচিত। চাপের মুখে কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বৃহস্পতিবারই কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে পারেন শিণ্ডে এবং ফড়ণবিস। 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে