Advertisement
Advertisement

Breaking News

Calcutta High Court warns police about conducting fair investigation on postering at Justice Mantha residence

মান্থার বাড়ির সামনে পোস্টার মামলা: ‘তদন্তের নামে লুকোচুরি খেলবেন না’, ক্ষুব্ধ হাই কোর্ট

পুলিশের রিপোর্টে নাম থাকা ৬ জনকে হাই কোর্টে হাজিরার নির্দেশ।

Calcutta High Court warns police about conducting fair investigation on postering at Justice Mantha residence । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 15, 2023 3:43 pm
  • Updated:March 15, 2023 4:01 pm

গোবিন্দ রায়: বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার কাণ্ডে পুলিশের ভূমিকায় কার্যত বিরক্ত কলকাতা হাই কোর্ট। “তদন্তের নামে আদালতের সঙ্গে লুকোচুরি খেলবেন না”, পুলিশকে সাফ জানালেন বিচারপতি। কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্টে যে ছ’জনের নাম রয়েছে, তাদের আদালতে হাজির করার নির্দেশও দেন তিনি।

বুধবার হাই কোর্টের বিচারপতি শিবাগনানমের এজলাসে মান্থার বাড়ির সামনে পোস্টার কাণ্ডের শুনানি হয়। কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্টে নাম থাকা ছ’জনকে অবিলম্বে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারপতি। এছাড়া বার অ্যাসোসিয়েশনকে বিচারপতির নির্দেশ, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মান্থার এজলাসে বিক্ষোভকারী আইনজীবীদের শনাক্ত করতে হবে। তাঁদের নাম মুখবন্ধ খামে জমা দিতে হবে হাই কোর্টে। সওয়াল জবাব চলাকালীন পুলিশি তদন্তের উপর কার্যত ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, “তদন্তের নামে আদালতের সঙ্গে লুকোচুরি খেলবেন না। তদন্ত কি গতিতে এগোচ্ছে সেটা আমরা দেখব। শামুকের গতিতে নাকি ঘোড়ার গতিতে। সঠিক নাম দিন। একজন দোষ করেছেন। কিন্তু আরেকজনের নাম দেওয়া ঠিক হবে না।”

Advertisement

[আরও পড়ুন: মার্চেই বঙ্গসফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রীর উদ্যোগে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা]

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার পড়েছিল হাই কোর্ট চত্বর ও তাঁর পাড়ায়। এমনকী, তাঁর এজলাস বয়কট করেছিলেন আইনজীবীদের একাংশ। অন্য আইনজীবীদের ঢুকতে বাধা দেওয়া হয়। চলে বিক্ষোভও। পালটা বয়কটপন্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন বিচারপতি। আইনজীবীদের ব্যবহারে ক্ষোভপ্রকাশ করেন প্রধান বিচারপতিও। পোস্টার কাণ্ডে কারা জড়িত, কারা এজলাস বয়কট করেছিল তা খতিয়ে দেখতে কলকাতায় আসেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরাও।

Advertisement

[আরও পড়ুন: সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? জানাল হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ