BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মার্চেই বঙ্গসফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রীর উদ্যোগে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা

Published by: Sulaya Singha |    Posted: March 15, 2023 12:47 pm|    Updated: March 15, 2023 12:58 pm

President Draupadi Murmu likely to visit Kolkata this month | Sangbad Pratidin

গৌতম ব্রহ্ম: দু’দিনের জন‌্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রথম তিনি বাংলায় আসছেন। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ মার্চ সকালে কলকাতায় পৌঁছবেন রাষ্ট্রপতি। ওই দিন বিকেলেই রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (CM Mamata Banerjee)। সংবর্ধনা অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি যাবেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। নেতাজি ভবন থেকে যাবেন জোড়াসাঁকো। ঠাকুরবাড়ি পরিদর্শনের পর রাষ্ট্রপতির ইউকো ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দপ্তরে হাজিরা ‘কালীঘাটের কাকু’র, সঙ্গে দুই আইনজীবী]

পরদিন ২৮ মার্চ সকালে বেলুড়মঠ ঘুরে তিনি চলে যাবেন শান্তিনিকেতন। সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, শান্তিনিকেতনের অনুষ্ঠান সেরেই রাষ্ট্রপতি দিল্লি ফিরে যাবেন।

দেশের প্রথম আদিবাসী মহিলা হিসাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মমতার সমর্থন যশবন্ত সিংয়ের দিকে ছিল ঠিকই। তবে পরবর্তীতে বিজেপি দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করতেই মমতা জানিয়েছিলেন, আগে জানলে অন্যরকম সিদ্ধান্ত নেওয়া যেত। এরপর রাষ্ট্রপতি পদে আসিন হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার উত্তরে বাংলার মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করেছিলেন রাষ্ট্রপতি। এরপর দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল দ্রৌপদী মুর্মুর। তবে এবার একাধিক কর্মসূচি নিয়ে বাংলায় পা রাখতে চলেছেন রাষ্ট্রপতি বলেই খবর। তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার তোড়জোড়ও নাকি শুরু হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: অন্ধ্রের মুখ্যমন্ত্রীর নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার IPL]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে