Advertisement
Advertisement

Breaking News

Eknath Shinde

মুখ্যমন্ত্রী হওয়ার তিনদিন পরই মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন একনাথ শিণ্ডে

আস্থাভোটের আগেই সুপ্রিম কোর্টে উদ্ধব শিবির।

Maharastra: Eknath Shinde to prove majority in Assembly on July 4 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 1, 2022 12:30 pm
  • Updated:July 1, 2022 12:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার শপথ নিয়েছেন। মাঝে তিনদিন। সোমবারই মহারাষ্ট্র বিধানসভায় (Maharastra Assembly) সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন একনাথ শিণ্ডে। শনিবার বসছে মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন। সেদিনই স্পিকার পদের জন্য মনোনয়ন পেশ হবে। রবিবার শুরু হবে বিধানসভার বিশেষ অধিবেশন। সোমবার হবে আস্থাভোট।

প্রথমে ঠিক হয়েছিল, শনিবারই মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে। সোমবার আস্থাভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে একনাথ শিণ্ডেকে (Eknath Shinde)। যদিও এই মুহূর্তে বিধানসভার অঙ্ক যা বলছে, তাতে শিণ্ডে শিবিরের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে কোনওরকম অসুবিধা হওয়ার কথা নয়। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভার অন্তত ১৬৫ জন বিধায়কের সমর্থন রয়েছে শিণ্ডে শিবিরের দিকে। বিপক্ষে মোটে ১১০-১১৫ জন।

Advertisement

[আরও পড়ুন: স্বস্তি নেই দেশের করোনা পরিসংখ্যানে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ হাজারের উপরে, বাড়ছে অ্যাকটিভ কেস]

তাছাড়া মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী নিজেই তড়িঘড়ি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইছেন। কারণ, যতদিন না সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হবে, ততদিন পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না তিনি। তাছাড়া তাঁর সঙ্গে যেসব বিদ্রোহীরা রয়েছেন, তাঁরাও যে যে কোনও মুহূর্তে উদ্ধব (Uddhav Thackeray) শিবিরে ফিরে যাবেন না সে নিশ্চয়তা কে দিতে পারে? তাছাড়া শিণ্ডে শিবিরের কাছে আরও একটি চ্যালেঞ্জের বিষয় হল মন্ত্রিসভার সম্প্রসারণ। সূত্রের খবর, মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভায় সব গুরুত্বপূর্ণ মন্ত্রক যাবে বিজেপির হাতে। বিক্ষুব্ধ শিবিরের জনা ১৫ মন্ত্রিত্ব পেতে পারেন। বিক্ষুব্ধ শিবিরে এমনিতেই ৯ জন মন্ত্রী রয়েছেন। আরও অনেক বিধায়কই আছেন, যারা মন্ত্রিত্বের লোভে বিদ্রোহীদের খাতায় নাম লিখিয়েছেন। মন্ত্রিত্ব না পেলে তাঁরাও উদ্ধব শিবিরে ফিরতে পারেন। সেই ভাঙনের সম্ভাবনা তৈরি হওয়ার আগেই শিণ্ডে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইছেন।

Advertisement

[আরও পড়ুন: জ্বালানিতে বড় স্বস্তি আমআদমির, একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম]

যদিও উদ্ধব সেনা তাতে বাগড়া দেওয়ার চেষ্টা করেছিল। খোদ মুখ্যমন্ত্রী শিণ্ডে-সহ বিক্ষুব্ধ শিবিরের মোট ১৬ জন বিধায়কের বিধায়ক পদ খারিজের যে মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) চলছিল, সেটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে শীর্ষ আদালতে আরজি জানিয়েছে উদ্ধব শিবির। যদিও সেই মামলার শুনানি হওয়ার কথা ১১ জুলাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ