Advertisement
Advertisement
Murder

৩০ টাকার জন্য খুন! তরুণকে কুপিয়ে মারল সহকর্মী

ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

Man allegedly stabbed to death after dispute over Rs 30 in Delhi। Sangbad Pratidin

প্রতীকী।

Published by: Biswadip Dey
  • Posted:February 24, 2023 1:22 pm
  • Updated:February 24, 2023 1:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩০ টাকা। আর সেই টাকার জন্য এক তরুণকে খুন করল দুই অভিযুক্ত। উত্তর-পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকায় ঘটল এমনই এক মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

মৃতের নাম সোনু। তিনি কেটারিংয়ের কাজ করতেন। দুই অভিযুক্তের একজন রাহুল ছিল তাঁর সহকর্মী। সেই সময়ই তার কাছ থেকে টাকা ধার করেন সোনু। দাবি, বারবার চাওয়া সত্ত্বেও ৩০ টাকা ফেরত দেননি তিনি। এই নিয়েই বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে সমস্যা চলছিল। কিন্তু এর পরিণাম যে এমন ভয়াবহ হবে তা অবশ্য তাঁদের সহকর্মীরা কেউই বুঝতে পারেননি।

Advertisement

[আরও পড়ুন: ২১ বছর বয়সি উঠতি মডেলের সঙ্গে হোটেলে রাত কাটালেন লিওনার্দো ডি ক্য়াপ্রিও! ভাইরাল ছবি]

ঘটনার দিন দাদা হরিশকে সঙ্গে নিয়ে রাহুল পৌঁছয় সোনুর কাছে। এরপরই ৩০ টাকা নিয়ে শুরু হয় বিতণ্ডা। ক্রমে বিবাদ পৌঁছয় চরমে। এরপরই দুই ভাই ঝাঁপিয়ে পড়ে সোনুর উপরে। একটি ছুরি দিয়ে বারবার আঘাত করা হয় তাঁর পেটে। মাটিতে লুটিয়ে পড়েন সোনু। রক্তে ভেসে যেতে থাকে চারদিক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর যায় পুলিশের কাছে। পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তকে।

[আরও পড়ুন: ‘কংগ্রেসের কাছে উত্তর-পূর্ব রাজ্যগুলি এটিএম, আমাদের কাছে লক্ষ্মী’, নাগাল্যান্ডে খোঁচা মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement