সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আপ্ত সহায়ক বলে দাবি। বিজেপিরই চার বিধায়কের কাছে মোটা টাকা আদায়ের চেষ্টা প্রতারকের। জারিজুরি ফাঁস হতেই গুজরাটের মোরবি (Morbi) থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রতারককে।
অভিযোগ নীরজ সিং নামের ওই অভিযুক্ত নিজেকে বিজেপি সভাপতি নাড্ডার (JP Nadda) আপ্ত সহায়ক হিসাবে দাবি করেন। এবং মহারাষ্ট্র মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার নাম করে সেরাজ্যের চার বিধায়ককে ফোন করেন। নীরজ সিং ওই বিধায়কদের বলেন, তাঁকে দাবিমতো টাকা দিয়ে দিলেই মহারাষ্ট্রের পরবর্তী মন্ত্রিসভার সম্প্রসারণের সময় মন্ত্রিত্ব দেওয়া হবে। এমনকী, নাড্ডার মতো কন্ঠস্বরে কথা বলতে পারেন, এমন একজনের সঙ্গে ওই বিধায়কদের কথাও বলান অভিযুক্ত নীরজ সিং (Neeraj Singh)।
ওই চার বিধায়ক বিকাশ খাম্বারে, টেকচাঁদ সাভারকর, তানাজি মুতকুলে এবং নারায়ণ কুচে, ওই ফোন পেয়ে খানিকটা অপ্রভিতই হয়ে পড়েন। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরই তাঁরা বুঝতে পারেন, তাঁদের ঠকিয়ে কেউ লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে পুলিশে যোগাযোগ করেন তাঁরা।
নাগপুর পুলিশ অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে। গুজরাটের মোরবি থেকে অভিযুক্ত নীরজ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই প্রতারক গুজরাটে দলের তরফে একটি বড়সড় কর্মসূচি পালনের নামে টাকা তোলার চেষ্টা করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.