Advertisement
Advertisement

Breaking News

Assam Rifles

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় জঙ্গি হামলা, মৃত অন্তত ৭

মায়ানমার সীমান্তের এই ঘটনায় কে বা কারা জড়িত, এখনও স্পষ্ট নয়।

Manipur: Convoy of Assam Rifles unit CO ambushed, 6 casualities feared | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 13, 2021 2:37 pm
  • Updated:November 13, 2021 10:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে মায়ানমার সীমান্তে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় জঙ্গি হামলা। ঘটনায় এক কম্যান্ডিং অফিসার-সহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। এই হামলার দায় স্বীকার করেছে মণিপুরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন মনিপুর পিপলস লিবারেশন আর্মি। 

[আরও পড়ুন: ‘পদ্মশ্রী ফিরিয়ে দিতে রাজি, কিন্তু…’ ‘ভিক্ষের স্বাধীনতা’ মন্তব্যে কোন শর্ত দিলেন কঙ্গনা?]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৪৬ অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী মায়ানমার সীমান্ত থেকে একটি কনভয়ে নিয়ে ফিরছিলেন। সঙ্গে ছিল তাঁর স্ত্রী এবং এক নাবালক পুত্র। ওই কম্যান্ডিং অফিসারের সঙ্গে সেনার অন্যান্য জওয়ান এবং কুইক রেসপন্স টিমের সদস্যরাও ছিলেন। সেসময় আচমকায় হামলা চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয় ওই কম্যান্ডিং অফিসার, তাঁর স্ত্রী এবং পুত্রের। সেই সঙ্গে আরও একাধিক সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। 

[আরও পড়ুন: C-voter Survey: উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি! একাধিক রাজ্যে কঠিন লড়াই]

সেনা জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন। সাম্প্রতিক অতীতে উত্তরপূর্ব ভারতে এটাই সেনাকে টার্গেট করে করা সবচেয়ে বড় জঙ্গি হামলা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর সাফ কথা, যারাই এই কাজ করুক, তাদের কঠোর শাস্তি পেতে হবে। 

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এক টুইটে তিনি জানিয়েছেন,”আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। এভাবে জওয়ানদের মৃত্যু আমাকে বেদনা দেয়। গোটা দেশ সুবিচারের অপেক্ষায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ