Advertisement
Advertisement

Breaking News

Manipur Crisis:

অশান্ত মণিপুরে এবার খোদ মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা!

ফের তোলপাড় উত্তর-পূর্বের রাজ্যটি।

Manipur Crisis: Mob tries to attack Manipur Chief Minister's house | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 29, 2023 9:41 am
  • Updated:September 29, 2023 9:41 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur) এবার জনতার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী এন বিরেন সিং! বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা করল উত্তেজিত জনতা। যদিও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেই হামলা এড়ানো গিয়েছে। কিন্তু স্থানীয়দের বিক্ষোভ রুখতে শূন্যে গুলি চালাতে হয়েছে নিরাপত্তারক্ষীদের।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে ইম্ফলে বিরেন সিংহের পৈতৃক বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে উত্তেজিত জনতার একটি দল। মুখ্যমন্ত্রীর বাড়ির ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল বিক্ষোভকারীরা। যদিও শেষপর্যন্ত নিরাপত্তারক্ষীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটান নিরাপত্তা কর্মীরা। গোটা এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে। কোনও হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর নেই।

Advertisement

[আরও পড়ুন: ‘নেহরু নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি’, জনসভায় কংগ্রেসকে খোঁচা বিজেপি বিধায়কের]

ইম্ফল পুলিশ সূত্রের খবর, ওই হামলার সময় মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের (N Biren Singh) পৈতৃক বাড়িতে কেউ ছিলেন না। মুখ্যমন্ত্রী নিজে এমনিও ওই বাড়িতে থাকেন না। তিনি থাকেন ইম্ফলের অন্য একটি বাড়িতে। যা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের পক্ষে পৌঁছানো কার্যত অসম্ভব। নিজেদের এক্স হ্যান্ডেলে মণিপুর পুলিশ (Manipur Police) জানিয়েও দিয়েছে, মুখ্যমন্ত্রীর নিজের বাসভবনে কোনওরকম হামলা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: Dengue in Kolkata: বিধাননগরে ডেঙ্গুর বলি আরও ১, হাসপাতালে ভরতির পরের দিনই মৃত্যু প্রৌঢ়ার]

মণিপুর পুলিশের এক কর্তা বলছেন, “ইম্ফলের হেইনগাং এলাকায় মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা হয়েছিল। বিভিন্ন দিক থেকে দু’টি দল বাড়িটির দিকে এগোচ্ছিল। বাড়ি থেকে ১০০-১৫০ মিটার দূরত্বে জনতার দলকে আটকে দেওয়া হয়েছে।” তাৎপর্যপূর্ণভাবে দিন দুই আগেই খোদ বিরেন সিং দাবি করেছিলেন, গত এক-দেড় মাস রাজ্য অনেক শান্ত। অথচ, এবার তাঁর পৈতৃক বাড়িতেই হামলার চেষ্টা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ