Advertisement
Advertisement

Breaking News

হরিয়ানার মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ খাট্টারের, উপমুখ্যমন্ত্রী হলেন দুষ্মন্ত চৌটালা

শপথগ্রহণে অনুপস্থিত মোদি-শাহ।

Manohar Lal Khattar takes oath as the Chief Minister of Haryana
Published by: Subhajit Mandal
  • Posted:October 27, 2019 2:58 pm
  • Updated:October 27, 2019 3:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় সহজে আসেনি। সংখ্যাগরিষ্ঠতার আগেই থামতে হয়েছে। কিন্তু, সরকার গড়ার সংখ্যা জোগাড় করতে বেগ পেতে হয়নি বিজেপিকে। দুষ্মন্ত চৌটালার যাবতীয় শর্ত মেনে নিয়ে হরিয়ানায় খাট্টার ২.০-র শপথের রাস্তা প্রশস্ত করেছিলেন খোদ অমিত শাহ। রবিবার দুপুর ২ টো ২০ নাগাদ হয়ে গেল সেই শপথগ্রহণ অনুষ্ঠান। হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেন মনোহরলাল খাট্টার। তাঁর ডেপুটি হলেন দুষ্মন্ত চৌটালা।

Advertisement


রবিবার হরিয়ানায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে দু’জনকে শপথ বাক্য পাঠ করান সেরাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। রাজ্যপালের উপস্থিতিতে সংবিধান মতে গোপনীয়তা এবং নিষ্ঠার শপথ নিলেন দুজন। তাঁদের সঙ্গে শপথ নিয়েছেন খাট্টার সরকারের তিন মন্ত্রীও। তবে, পুরো মন্ত্রিসভা ঘোষণা করা হবে দিওয়ালির পর। এদিন, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কার্যকারী সভাপতি জে পি নাড্ডা। এবং তিন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে উপস্থিত ছিলেন শিরোমণি অকালি দলের দুই নেতা প্রকাশ সিং বাদল এবং সুখবীর সিং বাদল। তিহার জেল থেকে মুক্তি পেয়ে এসেই ছেলেকে শপথ নিতে দেখলেন দুষ্মন্ত চৌটালার বাবা অজয় চৌটালা। সৌজন্য দেখাতে উপস্থিত ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভুপিন্দর সিং হুডা। এদিন উপস্থিত থাকলেও জেজেপিকে সুযোগসন্ধানী বলে তোপ দাগতে ছাড়েননি ভুপিন্দর হুডা। অন্যদিকে জেজেপির দাবি, তাঁরা শুরু থেকেই কংগ্রেসের বিরোধী ছিল। তাই, কংগ্রেসকে সমর্থনের প্রশ্নই ওঠে না।

[আরও পড়ুন: “৫০-৫০ ফর্মুলা ভুলে যান, বিজেপির নেতৃত্বেই সরকার হবে”, দাবি ফড়ণবিসের ]


উল্লেখ্য, গত ২৪ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বিজেপি পেয়েছে ৪০ আসন। কংগ্রেস পেয়েছে ৩১ আসন। জেজেপির দখলে গিয়েছে ১০ আসন। জেজেপির সমর্থনে গতকালই সরকার গড়ার দাবি জানায় বিজেপি। জেজেপির পাশাপাশি ৭ নির্দল প্রার্থীরও সমর্থন আছে খাট্টারের। তবে, খাট্টার শপথগ্রহণের এই তাড়াহুড়ো অনেককেই অবাক করেছে। অবাক করেছে শপথগ্রহণ অনুষ্ঠানে মোদি-শাহদের অনুপস্থিতিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ