Advertisement
Advertisement

Breaking News

Cheetah death

ফের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু চিতার, ১০ মাসে প্রাণ হারাল ১০টি

২০২২ সালের সেপ্টেম্বরে ভারতে আনা হয় চিতাটিকে।

Namibian cheetah dies at Kuno park। Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:January 16, 2024 7:08 pm
  • Updated:January 16, 2024 7:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno national park) ফের মৃত্যু হল চিতার। ২০২৩ সালের মার্চ থেকে ধরলে এই নিয়ে ১০টি চিতা মারা গেল। তাদের মধ্যে ৭টি পূর্ণবয়স্ক ও ৩টি শাবক। নিহত চিতাটির নাম শৌর্য। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল নামিবিয়া।

চিতার পুনর্বাসন প্রকল্পের কর্তাদের তরফে একটি বিবৃতিতে শৌর্যের মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে কী কারণে চিতাটি (Cheetah) মারা গেল সেকথা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পরই তা জানা সম্ভব হবে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পশুটিকে ঝিমিয়ে পড়তে দেখা যায়। বোঝা যাচ্ছিল সে দুর্বল হয়ে গিয়েছে। খানিকক্ষণ পর সে কিছুটা নড়াতড়া করলেও অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শৌর্য। এর আগে গত বছর পাঁচ মাসে ৯টি চিতার মৃত্যু হয়েছিল। কিন্তু গত আগস্টে ধাত্রী নামের এক স্ত্রী চিতার মৃত্যুর পর গত কয়েক মাসে কোনও দুঃসংবাদ পাওয়া যায়নি। কিন্তু নতুন বছর পড়তেই ফের মৃত্যু সংবাদে উদ্বেগ বাড়ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদিকে হারাতে ইন্ডিয়া জোটে মমতাকে চাই’, দলে স্পষ্ট বার্তা খাড়গের]

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পরিকল্পনা মেনে আফ্রিকার একাধিক দেশ থেকে ভারতে চিতা আনা হয়। ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় কুনোর জঙ্গলে। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে। কিন্তু পর পর চিতামৃত্যুর ঘটনায় ভারতের জঙ্গলে চিতা ফিরিয়ে দেওয়ার যে পরিকল্পনা নরেন্দ্র মোদি করেছিলেন, তা বড়সড় ধাক্কা খেয়েছে নিঃসন্দেহে।

Advertisement

[আরও পড়ুন: রানওয়েতেই পাত পেড়ে খাচ্ছেন যাত্রীরা! মুম্বই বিমানবন্দর ও ইন্ডিগোকে নোটিস DGCA-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ