ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র চার মাস বয়সের নাতিকে ২৪০ কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি (Narayana Murthy)। তার পরেই নেটদুনিয়ায় প্রবল সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় শিল্পপতি। প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান দিয়েছিলেন তিনি। সেই অস্ত্র ব্যবহার করেই নেটিজেনদের তোপ, কর্মীরা ৭০ ঘণ্টা কাজ করবে যেন নারায়ণমূর্তির নাতি ফুর্তি করতে পারে।
গত নভেম্বর মাসে জন্ম হয় নারায়ণমূর্তির পুত্র রোহনের ছেলে একাগ্রর। মাত্র চার মাস বয়স হতেই ইনফোসিসের (Infosys) ০.০৪ শতাংশ শেয়ার তার নামে লিখে দিয়েছেন নারায়ণমূর্তি। গত শুক্রবার আইনি ভাবে শেয়ারের হস্তান্তর সেরে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। এই খবর হু হু করে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তার পরেই প্রবল কটাক্ষের মুখে পড়েছেন বিখ্যাত শিল্পপতি। তাঁরই নানা মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছেন নেটিজেনরা। মাত্র চার মাস বয়সে ২৪০ কোটির মালিক হওয়া একাগ্রকেও নিশানা করতে ছাড়েননি তাঁরা।
কী বলছে নেটদুনিয়া? একজনের কথায়, “ইনফোসিসের ইতিহাসে এই প্রথমবার কোনও নবাগত কর্মীকে এত বেতন দেওয়া হল। প্রতি মাসে সাড়ে তিন লক্ষ টাকা পাচ্ছে নারায়ণমূর্তির নাতি।” কেউ বা বলছেন, “নাতিকে এখনই এত টাকার সম্পত্তি লিখে দিলেন, যেন তাঁর কথা মতো ৭০ ঘণ্টা কাজ করতে না হয়।” কেউ কেউ আবার জানতে চাইছেন, সপ্তাহে ৭০ ঘণ্টা ঘুমিয়েই কি এত সম্পদের মালিক হল খুদে একাগ্র?
নেটদুনিয়ার অধিকাংশের তোপ, ইনফোসিস কর্তা নিজে সকলকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার নিদান দিচ্ছেন। তার অর্থ, কর্মীরা কঠোর পরিশ্রম করবে যেন নারায়ণমূর্তির নাতি প্রচুর অর্থ নিয়ে ফুর্তি করতে পারে। তবে ইনফোসিস প্রতিষ্ঠাতার পাশেও দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের কথায়, সকলে যদি ৭০ ঘণ্টা করে কাজ করেন তাহলে তাঁদের আগামী প্রজন্মও এইভাবে প্রচুর সম্পদের মালিক হবে। তবে তাতেও বিতর্ক থামছে না। হাজারো মিমের বন্যায় ট্রোলড হচ্ছেন বিখ্যাত ভারতীয় শিল্পপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.