৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

দশম শ্রেণিতে আর পড়ানো হবে না ‘গণতন্ত্র’! পাঠক্রম থেকে বাদ বিজ্ঞানের একাধিক অধ্যায়ও

Published by: Subhajit Mandal |    Posted: June 1, 2023 3:40 pm|    Updated: June 1, 2023 3:40 pm

NCERT removes periodic table from Class 10 textbooks

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিলেবাসের বোঝা হালকা করতে হবে। এই অজুহাতে এবার থেকে দশম শ্রেণির পড়ুয়াদের স্কুল পাঠক্রম থেকে গণতন্ত্র সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দিয়ে দিল কেন্দ্র। শুধু গণতন্ত্র নয়, বাদ গিয়েছে বিজ্ঞানের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়ও। এর মধ্যে রয়েছে পর্যায় সারণি, শক্তির উৎসের মতো অতি প্রয়োজনীয় বিষয়।

NCERT নতুন যে পাঠ্যবই প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বিজ্ঞান বিভাগে বাদ পড়ে গিয়েছে পর্যায় সারণি, শক্তির উৎস, প্রাকৃতিক সম্পদের সুসংহত বিকাশের মতো গুরুত্বপূর্ণ পর্যায়। বিজ্ঞান বিষয় থেকে আগেই বাদ দেওয়া হয়েছে বিবর্তনবাদ। সেটা অবশ্য শুরুতে অস্থায়ী সিদ্ধান্ত হিসাবে জানানো হয়েছিল। এবার সেটাকেও স্থায়ী সিদ্ধান্ত হিসাবে ঘোষণা করা হল। অর্থাৎ দশম শ্রেণির (Class X) পড়ুয়ারা আর বিবর্তন বাদ, পর্যায় সারণি বা শক্তির উৎস সম্পর্কে আর কিছু শিখবে না।

[আরও পড়ুন: বাংলায় বাড়ছে পদোন্নতির সুযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি সরকারি কর্মীরা]

এতো গেল বিজ্ঞান (Science)। ইতিহাস এবং গণতন্ত্র বিভাগেও সিলেবাসে বাদ গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়। বেশ কিছু জনপ্রিয় বিপ্লব তথা আন্দোলনের ইতিহাস সিলেবাস থেকে বাদ পড়েছে। কাঁচি পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাসেও। এবং গণতন্ত্রের সামনে কঠিন চ্যালেঞ্জগুলি কী কী? সেটাও আর পড়ানো হবে না রাজনীতি এবং ইতিহাসের সিলেবাসে। অর্থাৎ ভারতের গণতন্ত্র, স্বাধীনতা আন্দোলন এবং রাজনৈতিক বিবর্তন সম্পর্কেও কোনও ধারণা থাকবে না দশম শ্রেণির পড়ুয়াদের।

[আরও পড়ুন: ‘কেরালা স্টোরি দেখে…’ লাগাতার ধর্ষণ-ধর্মান্তকরণের চাপ প্রেমিকাকে, FIR দায়ের মডেলের]

NCERT বলছে, এই সিলেবাসে কাটছাঁটের পুরোটাই হচ্ছে পড়ুয়াদের সিলেবাসের বোঝা হালকা করার জন্য। কিন্তু বিশেষজ্ঞমহল প্রশ্ন তুলছে, সিলেবাসের বোঝা হালকা করতে গিয়ে, পড়ুয়াদের জ্ঞানের পরিধি কমিয়ে দিচ্ছে না তো কেন্দ্রীয় সংস্থা? পড়ুয়ারা গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে না তো?

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে