সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর থেকে উত্তরপূর্ব। হিমাচল ও উত্তরাখণ্ডের পর এবার দুর্যোগে বিপর্যস্ত অসম (Assam)। লাগাতার বৃষ্টিতে বন্য পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। প্রায় দুই লক্ষ মানুষ বন্যা কবলিত। এখনও পর্যন্ত চলতি বছরে ১৫ জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে। উদ্ধারকাজ শুরু হলেও প্রত্যন্ত জায়গাগুলিতে পৌঁছতে পারছেন না বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্রহ্মপুত্র-সহ রাজ্যের একাধিক নদীর জল বিপদসীমার উপরে বইছে। এর ফলে প্লাবিত দুই পাড়ের অসংখ্য গ্রাম। ঘরছাড়া অসংখ্যা মানুষ। অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এখনও পর্যন্ত অসম সরকারের ৪৫টি ত্রাণশিবিরে প্রায় ৫০০ জন আশ্রয় নিয়েছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, বর্তমানে রাজ্যের মোট ১৭টি জেলা বন্যার কবলে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লখিমপুর এবং ধেমাজী।
গত কয়েক দিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে অসমে। একাধিক নদীর জল বেড়ে যাওয়ায় প্লাবিত কৃষিজমি। বন্যায় রাজ্যে আট হাজার হেক্টরের বেশি চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। এর ফলে বিপুল পরিমাণ খাদ্য শস্যের ক্ষতির আশঙ্কা। বন্যা পরবর্তী সময় অসমে সবজি এবং অন্যান্য খাদ্যশস্যের দাম বাড়বে বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.