Advertisement
Advertisement
Arvind Kejriwal

জামিন পেলেন না কেজরি, থাকতে হবে ইডি হেফাজতেই

আবগারি দুর্নীতিতে গত বৃহস্পতিবার গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী।

No bail, Arvind Kejriwal to remain in ED custody

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 27, 2024 7:00 pm
  • Updated:March 27, 2024 7:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন না অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ৩ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিল্লির আবগারি দুর্নীতিতে জড়িত থাকার কারণে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। 

২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছিল কেজরিকে। তবে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা তো দূরের কথা হাজতে থেকেই সরকার চালানোর ঘোষণা করেছেন কেজরিওয়াল। সেইমতো জেলের মধ্য থেকেই মন্ত্রীদের একের পর এক বার্তা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তা পালন করছেন দিল্লির মন্ত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! দোলের অনুষ্ঠানে নাচের মাঝে মাথায় পড়ল বিরাট ডিজে বক্স, মৃত্যু নাবালকের

এহেন পরিস্থিতিতে গ্রেপ্তারির বিরোধিতা করে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন কেজরি। ইডি গ্রেপ্তারিতে তাঁর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও দোষ প্রমাণ করতে পারেনি বলেও আবেদনপত্রে উল্লেখ করেন তিনি। বুধবার শুনানির পরে এই মামলায় ইডির জবাব তলব করেছে দিল্লি হাই কোর্ট। জবাব দেওয়ার জন্য় সাতদিন সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী ৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন আপ (AAP) সুপ্রিমো। 

Advertisement

উল্লেখ্য, আবগারি দুর্নীতিতে কেজরির গ্রেপ্তারির তীব্র নিন্দা করে এদিনই সরব হয়েছেন স্ত্রী সুনীতা। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, “আবগারি দুর্নীতি মামলায় গত ২ বছরে ২৫০-এর বেশি তল্লাশি অভিযান চলেছে। তথাকথিত দুর্নীতির বেআইনি টাকার খোঁজ চালাচ্ছে। আপের প্রায় সব নেতৃত্বের বাড়িতে তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত একটি টাকা ওরা খুঁজে পায়নি।” সেই সঙ্গে সুনীতার হুঁশিয়ারি ছিল, আগামী ২৮ মার্চ আদালতের সামনে অরবিন্দ কেজরিওয়াল জানাবেন টাকা আসলে কোথায় রয়েছে। কিন্তু তার আগের দিনই খারিজ হল কেজরির জামিনের আবেদন। 

[আরও পড়ুন: কেজরির গ্রেপ্তারির পরে আপে ভাঙন, বিজেপিতে দলের একমাত্র লোকসভা সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ