Advertisement
Advertisement
Karnataka

কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে হুক্কাবার! ২১ বছরের আগে সিগারেট টানলেই কঠিন সাজা

স্কুল, হাসপাতাল, ধর্মীয়স্থানে মাদক দ্রব্য গ্রহণ ও বিক্রি বন্ধ!

Now Karnataka Plans To Ban Hookah Bars and Raise Minimum Age For Tobacco Purchase | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 21, 2023 1:30 pm
  • Updated:September 21, 2023 1:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবীন প্রজন্মের মধ্যে নেশা করার প্রবণতা বাড়ছে। রাজ্যজুড়ে গজাচ্ছে একের পর এক হুক্কাবার। এই পরিস্থিতি রুখতে কড়া সিদ্ধান্ত নিল কর্নাটক (Karnataka) সরকার। রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ বছর বয়স না হলে তামাকজাত দ্রব্য কেনা যাবে না। কমবয়সিদের হুক্কা, সিগারেট বা তামাকজাত দ্রব্য নেশা করতে দেখলেই কড়া আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। পাশাপাশি রাজ্যে হুক্কাবার নিষিদ্ধ হতে চলছে। স্কুল, ধর্মীয়স্থান, হাসপাতাল চত্বরে মাদক দ্রব্য গ্রহণ ও বিক্রি এবার থেকে বন্ধ। 

মঙ্গলবার কর্নাটকে স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও। ওই বৈঠকের পরে তিনি জানান, তামাকজাত দ্রব্য আইন শীঘ্রই সংশোধন করা হবে। স্কুল, মন্দির, মসজিদ, হাসপাতাল চত্বরে তামাকের নেশা করা এবং তামাকজাত দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ হবে। তরুণরা হুক্কাবারের প্রতি আকর্ষিত হচ্ছে। যা তাদের স্বাস্থ্যের ক্ষতি করছে। রাজ্যের নতুন আইনে তামাকজাত দ্রব্য কেনার বয়সসীমাও বাড়ানো হচ্ছে। মন্ত্রী বলেন, “আমরা আইনের সংশোধনী আনার বিষয়ে আলোচনা করেছি। এই বিষয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisement

[আরও পড়ুন: কানাডায় খলিস্তানি ডেরা! ৪৩ জনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকা প্রকাশ NIA-র]

উল্লেখ্য, গোটা দেশেই নবীন প্রজন্মের মধ্যে নেশা করার প্রবণতা বাড়ছে। সে অ্যালকোহল কিংবা তামাকজাত দ্রব্য। শুধু কর্নাটক বলেই নয়, দেশের সব প্রান্তে হুড়মুড় করে বাড়ছে হুক্কাবার। শুরুর দিকে মজার ছলে নেশা করলেও কিছুদিনের মধ্যে নেশাগ্রস্ত হয়ে পড়ছে তরুণ তরুণীরা। এই পরিস্থিতিতে কড়া সিদ্ধান্তের ভাবনা, জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও।

Advertisement

[আরও পড়ুন: ঠিক যেন থ্রিলার! NIA’র ওয়ান্টেড লিস্ট প্রকাশ হতেই কানাডায় ‘খুন’ খলিস্তানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ