সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন থ্রিলার! বুধবারই ওয়ান্টেড লিস্ট প্রকাশ করেছিল NIA। আর বুধবার রাতেই প্রাণ গেল সেই তালিকায় নাম থাকা এক খলিস্তানির। ঘটনাস্থল আবারও সেই কানাডা। ‘গ্যাং ওয়ারে’ সুখদল সিং ওরফে সুখা দুনেকের (Sukhdool Singh aka Sukha Duneke) মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ঠিক একইভাবে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরেরও মৃত্যু হয়েছিল কানাডায়। যার নেপথ্যে ভারতীয়দের হাত রয়েছে বলে দাবি করেছেন কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ইস্যুতে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মাঝে কানাডায় আরও এক খলিস্তানির মৃত্যুর খবর ঘিরে রহস্য তৈরি হয়েছে।
সূত্রের খবর, পাঞ্জাবের মোগা জেলার দাভিন্দর বাম্বভিয়া মাফিয়া গ্যাংয়ের সদস্য ছিল সুখদল সিং ওরফে সুখা দুনেকে। একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছিল তার। ২০১৭ সালে পাসপোর্ট জাল করে দেশ ছেড়ে কানাডা পালিয়েছিল, এমনই অভিযোগ। এরপর থেকেই সে সেখানেই থাকত। সূত্রের খবর, বুধবার গ্যাং ওয়ারে প্রাণ যায় তার। গত ১৯ জুন গ্যাং ওয়ারে ‘খুন’ হয়েছিল নিজ্জর। তার দেহ ঝাঁজরা করে দিয়েছিল ১৫টি বুলেট। একই কায়দায় সুখার মৃত্যু হওয়ায় রহস্য দানা বেঁধেছে।
প্রসঙ্গত, হরদীপ সিং নিজ্জরের হত্যা প্রসঙ্গে খলিস্তানিদের (Khalistan) দাবিতে সায় দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। সোমবারই ট্রুডো জানিয়েছিলেন, কানাডার নাগরিক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয়দের (India) হাত থাকতে পারে বলেই তদন্তকারীদের অনুমান। সেদেশের খলিস্তানিদের অভিযোগে কার্যত সিলমোহর দিয়ে কানাডায় (Canada) নিযুক্ত এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে নির্বাসিত করেছে ট্রুডোর মন্ত্রিসভা। যা নিয়ে ভারত-কানাডার টানাপোড়েন শুরু হয়েছে।
এর মাঝেই ভারত ছেড়ে পালানো খলিস্তানি জঙ্গি এবং গ্যাংস্টারদের তালিকা প্রকাশ করল এনআইএ (NIA)। দিল্লির দাবি, এই জঙ্গিরা কানাডায় (Canada) গিয়ে আশ্রয় নিয়েছে। ভারত সরকার বারবার অনুরোধ করলেও ব্যবস্থা নিচ্ছে না ট্রুডো সরকার। এনআইএ-র তরফে বুধবার এক্স হ্যান্ডলে ‘মোস্ট ওয়ান্টেড’ ৪৩ জন জঙ্গি ও গ্যাংস্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় সুখদল সিং ওরফে সুখা দুনেকের নামও রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.