Advertisement
Advertisement

Breaking News

এবার SBI এটিএম থেকে টাকা তুললে কত চার্জ দিতে হবে জানেন?

পয়লা জুন থেকে লাগু হয়েছে একগুচ্ছ নয়া চার্জ৷ জেনে রাখুন এখনই, SHARE করে জানান বাকিদেরও৷

Now, pay Rs 25 every time you withdraw cash from an SBI ATM through Mobile App
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2017 7:22 am
  • Updated:June 5, 2017 7:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্ভিস চার্জ ও মাশুলে বেশ কিছু পরিবর্তন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ পয়লা জুন থেকে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই-এর মোবাইল ওয়ালেট ‘স্টেট ব্যাঙ্ক বাডি’ গ্রাহকরা এটিএমের মাধ্যমে টাকা তুলতে চাইলে প্রতিবার ২৫ টাকা করে খরচ করতে হবে।

এছাড়াও পয়লা জুন থেকে গ্রাহকদের চেকবই টাকা দিয়ে কিনতে হবে৷ চিপ-সহ নতুন ডেবিট কার্ড নিতেও গ্রাহককে টাকা দিতে হবে৷ গ্রাহকরা শুধুমাত্র রুপে ক্লাসিক ডেবিট কার্ড বিনামূল্যে পাবেন৷ ছেঁড়া-ফাটা টাকা পাল্টাতেও লাগবে চার্জ৷

Advertisement

[প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানা, মামলা দায়ের]

Advertisement

নতুন নিয়মে প্রতিটি চেকের জন্য দিতে হবে তিন টাকা করে৷ সঙ্গে যুক্ত হবে পরিষেবা কর৷ ১ জুন থেকে যাঁরা এসবিআইয়ের গ্রাহক হবেন তাঁদের এই বাড়তি চার্জ দিতে হবে৷ ১০, ২৫, ৫০ পাতার চেকবই মিলবে৷ ১০ পাতার চেকবইয়ের জন্য দিতে হবে ৩০ টাকা, সঙ্গে পরিষেবা কর৷ এতদিন পর্যন্ত গ্রাহকদের বছরে ৫০ পাতার একটি চেকবই বিনামূল্যে দেওয়া হত৷ ৫০ পাতার বেশি চেক লাগলে অবশ্য তা কিনতে হত৷

ব্যাঙ্ক বা এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও এবার বাড়তি কড়ি গুনতে হবে গ্রাহকদের৷ উভয় ক্ষেত্রেই মাসে চারবার বিনা খরচে টাকা তুলতে পারবেন গ্রাহকরা৷ চারবারের পর ব্যাঙ্ক গিয়ে টাকা তুলতে হলে প্রতিবার ৫০ টাকা করে দিতে হবে৷ চারবারের পর এসবিআইয়ের এটিএম থেকে টাকা তুললে প্রতিবার ১০ (সঙ্গে সার্ভিস চার্জ) টাকা করে দিতে হবে৷ অন্য ব্যাঙ্কের এটিএমের ক্ষেত্রে এই চার্জ হবে ২০ টাকা৷

[আজ মহাকাশে পাড়ি দেবে ভারতের সবচেয়ে ভারী রকেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ