Advertisement
Advertisement

Breaking News

দেশের বিভিন্ন ব্যাংকে ‘বেওয়ারিশ’ অ্যাকাউন্টে পড়ে ৩৫ হাজার কোটি টাকা! কী পদক্ষেপ RBI-এর?

গোটা দেশে আনক্লেমড অ্যাকাউন্টের সংখ্যা ১০ কোটি।

Now RBI to launch portal to disburse Rupees 35000 crore unclaimed deposits to ‘rightful | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 14, 2023 5:29 pm
  • Updated:May 14, 2023 5:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ব্যাংকগুলিতে ৩৫ হাজার কোটি টাকা ‘বেওয়ারিশ’ (আনক্লেমড) অবস্থায় পড়ে রয়েছে। ওই অর্থের গতি করতে এবার উদ্যোগী হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ‘বোঝা’ কমাতে ‘১০০ দিন ১০০ পে’ অভিযান শুরু করল আরবিআই। এই বিষয়ে দেশের সমস্ত ব্যাংকগুলিকে বার্তা দেওয়া হয়েছে। ‘১০০ দিন ১০০ পে’ বিষয়টি কী?

আরবিআই সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের মধ্যে দেশের প্রতিটি জেলার একটি ব্যাংকে জমা থাকা ১০০টি ‘বেওয়ারিশ’ অ্যাকাউন্ট খুঁজে বার করা হবে। এবং সেখানে গচ্ছিত টাকা গতি করা হবে। খুঁজে বার করা হবে ওই অর্থের দাবিদারকে। সন্ধানে না পেলে অন্য ব্যবস্থা। কিন্তু কোন অ্যাকাউন্টগুলি বেওয়ারিশ বা আনক্লেমড বলে চিহ্নিত হবে?

Advertisement

[আরও পড়ুন: ধোপে টিকল না কংগ্রেসের আপত্তি, CBI প্রধানের পদে ‘বিজেপি ঘনিষ্ঠ’ IPS-ই]

আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, ১০ বছর বা তার বেশি সময় ধরে কোনও অ্যাকাউন্টে লেনদেন না হলে, সেই অ্যাকাউন্ট এবং সেখানে গচ্ছিত টাকাকে ‘আনক্লেমড ডিপোজিট’ বলে ধরা হয়। চলতি বছরে এমন অর্থের পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকা। যা ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকে স্থানান্তরিত করা হয়েছে। আরবিআই সূত্রে জানা গিয়েছে, গোটা দেশের বিভিন্ন ব্যাংকগুলিতে মোট ১০ কোটি আনক্লেমড অ্যাকাউন্টে এই অর্থ ছিল।

Advertisement

[আরও পড়ুন: প্রকাশিত আইসিএসই ও আইএসসির ফল, দশমে প্রথম বাংলার সম্বিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ