Advertisement
Advertisement
HD Kumaraswamy

‘দয়া করে দেবেগৌড়াকে জড়াবেন না’, ভাইপোর সেক্স স্ক্যান্ডাল নিয়ে মন্তব্য কুমারস্বামীর

বাড়ির কাজের মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে।

Don't bring Deve Gowda’s name into it, Kumaraswamy speak about obscene video issue

নিজস্ব চিত্র।

Published by: Amit Kumar Das
  • Posted:April 29, 2024 2:41 pm
  • Updated:April 29, 2024 2:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে বাড়ির কাজের মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (HD Deve Gowda) নাতির বিরুদ্ধে। সেই অশ্লীল ভিডিওকে ঘিরে শোরগোল শুরু হতেই অভিযুক্ত ভাইপো প্রজ্জল রেভান্নাকে (Prajwal Revanna) নিয়ে মুখ খুললেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (HD Kumarswami)। তাঁর আবেদন, ‘এই ঘটনার সঙ্গে দেবেগৌড়াকে জড়াবেন না। আমরা মহিলাদের সম্মান করি।’

নিজের ভাইপো তথা হাসানের বিদায়ী সাংসদ প্রজ্জলের কাণ্ডে পরিবারের গায়ে কালি লাগতেই সোমবার কুমারস্বামী বলেন, “কেউ যদি অপরাধী হয় তাঁকে ক্ষমা করার কোনও প্রশ্নই ওঠে না। যদি ঘটনা সত্যি হয় তবে ওঁকে শাস্তি পেতেই হবে। সত্যিটা সামনে আসতে দিন। ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে।” পাশাপাশি ওই অশ্লীল ভিডিওতে পরিবারের সদস্যদের নাম না জড়ানোর আবেদন জানিয়ে কুমারস্বামী বলেন, “আমাকে এবং দেবেগৌড়ার নাম এই ঘটনার সঙ্গে দয়া করে জড়াবেন না। আমরা মহিলাদের সম্মান করি।” একইসঙ্গে তিনি বলেন, “আমরা এই ঘটনার কথা সদ্য জানতে পেরেছি। যদি এই ঘটনার কথা জানতে পারতাম তবে অবশ্যই ব্যবস্থা নিতাম। ওই ভিডিওর সমাজে আমাদের পরিবারের সম্মানহানি করছে।”

Advertisement

[আরও পড়ুন: আনন্দ পরিবেশে নিমেষে বিষাদের ছায়া! দিদির বিয়েতে নাচতে নাচতে মৃত্যু তরুণীর]

সম্প্রতি প্রজ্জলের বেশ কিছু অশ্লীল ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে, তাঁর বাড়িতে কাজ করা এক মহিলাকে টানা তিন বছর ধরে যৌন হেনস্থা করেছেন প্রজ্জল। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দেবেগৌড়ার নাতির বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয় রাজ্য মহিলা কমিশন। এর পরই গোটা ঘটনার তদন্তে সিট গঠন করে কর্নাটকের কংগ্রেস সরকার। এদিকে তদন্ত শুরু হতেই বেঙ্গালুরু ছেড়ে জার্মানি চলে যান অভিযুক্ত। ভিডিওকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন অভিযুক্ত সাংসদ প্রজ্জল রেভান্না। পাশাপাশি জেডিএসের তরফে অভিযোগ করা হয়েছে, রেভান্নার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এই ভিডিওতে ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে রেভান্নার মুখ ব্যবহার করা হয়েছে। লোকসভা নির্বাচন চলাকালীন এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাপে জেডিএস। এমন টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার ঘটনা নিয়ে মুখ খুললেন প্রজ্জল রেভান্নার কাকা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।

[আরও পড়ুন: চার মাসে ৮! কোটায় ফের আত্মঘাতী নিট পরীক্ষার্থী]

এদিকে অশ্লীল ভিডিওর কাণ্ড প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে জেডিএসের জোট সঙ্গী বিজেপি। তারা অবশ্য ইতিমধ্যেই ঘটনার দায় ঝেড়ে ফেলেছে। কর্নাটকের বিজেপি মুখপাত্র এস প্রকাশ বলেন, ‘দল হিসেবে আমাদের এই ভিডিয়ো নিয়ে কোনও সম্পর্ক নেই। রাজ্য সরকারের এসআইটি তদন্ত নিয়েও আমাদের কিছু বলার নেই। তদন্ত তদন্তের মতো চলুক, কেউ যদি দোষী প্রমাণিত হয় তবে তাঁর শাস্তি হোক।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement