BREAKING NEWS

২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

মায়ের পথে সক্রিয় রাজনীতিতে, দিল্লি বিজেপির লিগাল সেলে সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি

Published by: Kishore Ghosh |    Posted: March 27, 2023 1:18 pm|    Updated: March 27, 2023 1:18 pm

Now Sushma Swaraj's Daughter Bansuri Swaraj Appointed Co-Convener Of Delhi BJP's Legal Cell | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিজেপির লিগ্যাল সেলের সহ-আহ্বায়ক (Co-Convener of Delhi BJP Legal Cell) নিযুক্ত হলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের (Sushma Swaraj) কন্যা বাঁশুরি স্বরাজ ( Bansuri Swaraj)। সুপ্রিম কোর্টের প্যানেলভুক্ত আইনজীবী বাঁশুরি। পেশাদার আইনজীবী হিসেবে গত দেড় দশক কাজ করছেন। এর আগে আইনজীবী হিসেবে গেরুয়া শিবিরকে সাহায্য করলেও এই প্রথম দলের কোনও পদে অভিষিক্ত হলেন সুষমাকন্যা। পদপ্রাপ্তির চিঠি পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ধন্যবাদ জানিয়েছেন বাঁশুরি।

শুক্রবার দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব চিঠি দিয়ে বাঁশুরিকে লিগ্যাল সেলের সহ-আহ্বায়ক পদে নিযুক্ত হওয়ার কথা জানান। পদপ্রাপ্তিতে উচ্ছ্বসিত সুষমাকন্যা। তাঁকে দিল্লি বিজেপির গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করায় নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা, বি এল সন্তোষ এবং বীরেন্দ্র সচদেবকে টুইট করে ‘কৃতজ্ঞতা’ জানিয়েছেন বাঁশুরি। এইসঙ্গে বাঁশুরি দাবি করেছেন, তিনি আগেও আইনি বিষয়ে দলকে সাহায্য করেছেন। বলেন, “এটা ঠিক যে আমাকে আনুষ্ঠানিকভাবে দিল্লি বিজেপির আইন বিভাগের সহ-আহ্বায়ক নিযুক্ত করায় আরও সক্রিয়ভাবে দলকে সেবা করতে পারব।”

[আরও পড়ুন: মোদির সঙ্গে বিজেপি সাংসদদের সাক্ষাতের আগেই দিল্লিতে শুভেন্দু, বৈঠক শাহ-নাড্ডার সঙ্গে]

উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি ২০০৭ সাল থেকে দিল্লি বার কাউন্সিলের সদস্য। পড়াশোনা করেছেন লন্ডনের বি পি পি ল স্কুলে, ওয়ারউইক বিশ্ববিদ্যালয় এবং অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ে। একটা সময় হরিয়ানা সরকারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবেও কাজ করেছেন তিনি। এবার সক্রিয় রাজনীতিতে যু্ক্ত হলেন। 

[আরও পড়ুন: বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক! ‘দৈত্য জেলে যাক’, গর্জে উঠলেন মহুয়া]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে