Advertisement
Advertisement

Breaking News

Qutub Minar

কুতুব মিনার চত্বরে ধ্বংস হওয়া মন্দিরগুলি পুনর্নির্মাণের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

ফের বিতর্ক কুতুব মিনারকে ঘিরে।

Now VHP demands rebuilding of ancient temples at Qutub Minar। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 10, 2022 4:49 pm
  • Updated:April 10, 2022 4:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন যেখানে অবস্থিত কুতুব মিনার (Qutub Minar), একসময় সেখানেই ছিল ২৭টি মন্দির। সেই মন্দিরগুলি আবার নতুন করে নির্মাণ করতে দিতে হবে। সেই সঙ্গে সেখানে সকলকে প্রার্থনার সুযোগও দিতে হবে। এমনই দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)।

কট্টর হিন্দুত্ববাদী দলের জাতীয় মুখপাত্র বিনোদ বনসলকে এমনই দাবি করতে দেখা গিয়েছে শনিবার, যা উসকে দিয়েছে নয়া বিতর্ক। ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”আমরা ওখানকার প্রধান সব এলাকা ঘুরে দেখেছি। যেভাবে ওখানে হিন্দু মন্দিরগুলি ধ্বংস করা হয়েছিল, সেই দৃশ্য হৃদয়বিদারক। ২৭টি হিন্দু মন্দির ভেঙে সেখানে কুতুব মিনার তৈরি করা হয়েছিল। ওই অতিকায় নির্মাণটি তৈরিই করা হয়েছিল দেশকে খোঁচা দিতে। আমাদের দাবি, ওই মন্দিরগুলি ফের নতুন করে তৈরি করে সেখানে হিন্দুদের পুজো করতে দিতে হবে।” সংবাদ সংস্থা পিটিআই সূত্রে একথা জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণের পর প্রেমিকার মৃত্যু! কাঠগড়ায় তৃণমূল নেতার ছেলে]

এর আগে শুক্রবারই ‘ন্যাশনাল মনুমেন্টস অথোরিটি’র সভাপতি ও বিজেপি নেতা তরুণ বিজয় অভিযোগ জানিয়েছিলেন, কুতুব মিনার চত্বরে গণেশের মূর্তিটি যেভাবে রাখা হয়েছে তা অত্যন্ত অবমাননাকর। তিনি বলেন, ”হয় ওই মূর্তিগুলি সরিয়ে ফেলা হোক। অথবা কুতুব মিনার চত্বরে সম্মানজনক ভাবে সেগুলিকে রাখা হোক।”

Advertisement

জানা যায়, কুতুব মিনার চত্বরে অবস্থিত মন্দিরগুলি পুরোপুরি ভাঙা হয়নি। দেওয়ালে গণেশ, বিষ্ণু, নটরাজের ছবি রয়েছে। পাশাপাশি হিন্দু এবং জৈন ধর্মস্থানের অস্তিত্বের ইঙ্গিতবাহী নানা নিদর্শনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

দ্বাদশ শতাব্দীতে নির্মিত কুতুব মিনার নিয়ে বিতর্ক কিন্তু আজকের নয়। এর আগেও দিল্লির সাকেত আদালতে দায়ের হয়েছিল তিনটি মামলা। তাতে আরজি জানানো হয়েছিল ওই মন্দির পুনর্নির্মাণ করার। কিন্তু আদালতে সেই তিন আরজিই খারিজ হয়ে গিয়েছিল। এবার নতুন করে দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ।

[আরও পড়ুন: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, মগরাহাট জোড়া খুনের একদিনের মধ্যেই গ্রেপ্তার জানে আলম]

বলে রাখা ভাল, ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর অন্তর্গত কুতুব মিনার। ইঁটের তৈরি মিনারের মধ্যে এটিই বিশ্বের দীর্ঘতম মিনার। দৈর্ঘ্য ৭২.৫ মিটার। এখানে রয়েছে ৩৭৯টি ঘোরানো সিঁড়ি। ইতিহাস থেকে জানা যায়, কুতুবুদ্দিন আইবক এই মিনার তৈরি করিয়েছিলেন। দাবি, এখানে মোট ২৭টি মন্দির ছিল। তার মধ্যে অন্যতম জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভ দেবের উপাসনাস্থল-সহ ভগবান বিষ্ণু, গণেশ, শিব, সূর্য, হনুমান, দেবী গৌরীর মন্দির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ