Advertisement
Advertisement

Breaking News

ব্রাহ্মণের সঙ্গে সহবাসেই মিলবে সৌভাগ্য, যুবতীকে পরামর্শ জ্যোতিষীর

আমরা কি সত্যি আধুনিক?

‘One night stand’ with a Brahmin, Astrologers bizarre remedy to woman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 9, 2017 2:03 pm
  • Updated:January 9, 2017 2:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিস্থিতি মানুষকে দিয়ে সব করাতে পারে৷ তাই কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হয়েও ২৪ বছরের বিদ্যা (নাম পরিবর্তিত) ভাগ্য বদলাতে স্মরণাপন্ন হয়েছিলেন জ্যোতিষীর৷ এমন নিদান পেলেন, যা স্বপ্নেও কল্পনা করতে পারেননি৷ ভাগ্যের দোষ কাটাতে যুবতীকে কোনও এক ব্রাহ্মণ পুরুষের সঙ্গে রাত কাটানোর পরামর্শ দিলেন তিনি৷

ফল অবশ্য শ্রীমান জ্যোতিষী হাতে নাতে পেয়েছেন৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে৷ পুলিশের কাছে বিদ্যা জানান, জীবনে যেন কিছুই ঠিক হচ্ছিল না তাঁর৷  একদিকে বাবা-মায়ের বিচ্ছেদ, অন্যদিকে চাকরি না পাওয়ার আক্ষেপ কুরে কুরে খাচ্ছিল তাঁকে৷ এই মানসিক অবসাদের জেরেই টিভিতে বিজ্ঞাপন দেখে রামকৃষ্ণ শর্মা নামে এক জ্যোতিষীর কাছে যান তিনি৷ প্রথমে রামকৃষ্ণ তাঁর ভাগ্যের দোষ কাটাতে ১৫,০০০ টাকা চায়৷ বিদ্যার পক্ষে তা দেওয়া সম্ভব নয় জানতে পেরে প্রথমে অগ্রিম ৮,০০০ টাকা দিতে বলে৷ বাকিটা কাজ দিলেই চলবে বলে জানায়৷

Advertisement

(এবার কলকাতায় বাসে চড়ুন মাত্র ১ টাকায়)

Advertisement

কিছু তুকতাকের জিনিসপত্রও রামকৃষ্ণ তাঁকে দিয়েছিল বলেও জানান বিদ্যা৷ কিন্তু মাস দেড়েক কেটে গেলেও কিছু হচ্ছে না দেখে রামকৃষ্ণের কাছে টাকা ফেরত চান তিনি৷ সেই সময়ই রামকৃষ্ণ তাঁকে বলেন বিদ্যার বাবার বাড়ির লোকজন ব্ল্যাক ম্যাজিক করছে৷ তা কাটাতে শেষ পর্যন্ত এক ব্রাহ্মণ পুরুষের সঙ্গে রাত কাটানোর পরামর্শ দেন মহামান্য জ্যোতিষী৷ তখনই বিদ্যা আর ঝুঁকি নেননি৷ বিষয়টি তিনি ভারতীয় যুক্তিবাদী ফেডারেশন সমিতির সদস্য অধ্যাপক নরেন্দ্র নায়ককে জানান৷ তাঁর সাহায্যেই পুলিশে অভিযোগ দায়ের করেন৷ আপতত অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে৷

 (এবার ২ হাজার টাকার স্মার্টফোন আনছে কেন্দ্র)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ