Advertisement
Advertisement

২৪ ঘণ্টার মধ্যে ফের সাফল্য, কাশ্মীরে খতম এক জেহাদি

চলছে এনকাউন্টার।

One unidentified terrorist killed in the encounter underway at Kulgam
Published by: Paramita Paul
  • Posted:June 20, 2020 7:19 pm
  • Updated:June 20, 2020 7:19 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য মিলল। মাত্র ২৪ ঘণ্টা আগেই আটজন জেহাদিকে নিকেশ করেছিল যৌথবাহিনী। শনিবার সন্ধেয় এনকাউন্টারে খতম হল আরও এক সন্ত্রাসবাদি। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। সেনা সূত্র বলছে, গত ছমাসে ভূস্বর্গের উপত্যকায় একশো সন্ত্রাসবাদি খতম হয়েছে। 

এদিন বিকেল সাড়ে চারটে নাগাজ কুলগামের লিখদিপোড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। কয়েকজন সন্ত্রাসবাদি গা -ঢাকা দিয়ে আছে খবর পেয়ে তল্লাশি শুরু হয়। জঙ্গিদের আত্মসমর্পন করতে বললেও তারা সে কথা কানে তোলেনি। বরং জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পালটা গুলিতে নিকেশ হয় এক জেহাদি। এনকাউন্টার এখনও চলছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন : ‘দেশের সংহতির স্বার্থে রাজনীতির উর্ধ্বে উঠুন’, ভিডিও টুইট করে রাহুলকে তোপ অমিতের]

চলতি বছরের গোড়া থেকেই কাশ্মীরের লাগাতার জঙ্গি দমন অভিযান চলছে। তাতে সাফল্যও পেয়েছে পুলিশ ও যৌথবাহিনী। বৃহস্পতিবার দুপুরে পাম্পোরের মীজ এলাকায় তিন জেহাদির লুকিয়ে থাকার খবর মেলে। গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। তিন সন্ত্রাসবাদিকে আত্মসমর্পন করতে বলা হয়। কিন্তু লাভ হয়নি। বরং জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা। পালটা গুলি ছোঁড়ে যৌথবাহিনীও। তাতেই এক জঙ্গি নিকেশ হয়। বাকি দুজন স্থানীয় মসজিদে আত্মগোপন করে। রাতভর অভিযানের পর শুক্রবার ভোরে দুজন জেহাদিকে খতম করে যৌথবাহিনী। সোপিয়ানে (Sophian) এনকাউন্টের খতম আরও পাঁচ জঙ্গি। সবমিলিয়ে শুক্রবার ভূস্বর্গে আট জেহাদিকে খতম করল যৌথবাহিনী। 

[আরও পড়ুন : ভেন্টিলেটরের প্লাগ খুলে কুলার চালাল পরিবার, সরকারি হাসপাতালে রোগীর মৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ