Advertisement
Advertisement

Breaking News

অমিত শাহ

‘দেশের সংহতির স্বার্থে রাজনীতির উর্ধ্বে উঠুন’, ভিডিও টুইট করে রাহুলকে তোপ অমিতের

শনিবার সকালেই লাদাখে সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ।

Rahul Gandhi should also rise above petty politics, tweets Amit Shah
Published by: Subhamay Mandal
  • Posted:June 20, 2020 5:24 pm
  • Updated:June 20, 2020 5:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখে চিনের আগ্রাসন নিয়ে শুরু থেকেই কেন্দ্রের সমালোচনায় মুখর বিরোধীরা। প্রধানমন্ত্রীর নীতিকে বারবার প্রশ্নের মুখে ফেলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন চিন নীতি নিয়ে। শনিবার সকালে লাদাখে সংঘর্ষ নিয়ে ফের চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ। এবার পালটা রাহুলকে নিশানা করলেন অমিত শাহ (Amit Shah)। রাহুলের ঝাঁজালো প্রশ্নের উত্তরে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক আহত জওয়ানের বাবার বক্তব্যের ভিডিও তুলে ধরে রাহুল গান্ধীকে দেশের সংহতির স্বার্থে রাজনীতির সংকীর্ণ গণ্ডির উর্ধ্বে ওঠার বার্তা দিয়েছেন অমিত শাহ।

লাদাখের গালওয়ান (Galwan Valley) উপত্যকায় লালফৌজের সঙ্গে সংঘর্ষে এক কর্নেল-সহ শহিদ হয়েছেন ভারতের ২০ জন সেনা জওয়ান। চিনা আগ্রাসনের জবাব দিতে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের পর নরেন্দ্র মোদি বলেন, চিন থেকে লাদাখে ভারতীয় ভূখণ্ডে কেউ ঢোকেনি। ভারতের কোনও পোস্ট দখল হয়নি। ভারতীয় সেনা চিনাদের উচিত শিক্ষা দিয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে শনিবার সকালে টুইট করে পালটা রাহুলের প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী চিনা আগ্রাসনের সামনে ভারতীয় ভূখণ্ড সমর্পণ করে দিয়েছেন। যদি ওই ভূখণ্ড চিনেরই হয় তাহলে আমাদের জওয়ানদের মৃত্যু হল কেন? তাঁদের মৃত্যু হল কোন জায়গায়?’

Advertisement

[আরও পড়ুন: লাদাখ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি কেন্দ্রের]

এর কিছুক্ষণ পর পালটা ভিডিও টুইট করে রাহুলকে নিশানা করেছেন অমিত শাহ। তিনি লিখেছেন, ‘একজন বীর সেনানীর বাবা রাহুলকে স্পষ্ট বার্তা দিচ্ছেন।’ তাঁর আরও সংযোজন, ‘এই সময় যখন গোটা দেশ ঐক্যবদ্ধ, তখন রাহুল গান্ধীর উচিত সংকীর্ণ রাজনীতির গণ্ডির উর্ধ্বে উঠে দেশের সংহতির স্বার্থে পাশে দাঁড়ানো।’ উল্লেখ্য, ওই ভিডিওতে এক বৃদ্ধকে বলতে শোনা যাচ্ছে,’ভারতীয় সেনা অনেক শক্তিশালী এবং তারা চিনা সেনাকেও হারাতে পারে। রাহুল গাঁধী, আপনি রাজনীতিকে প্রশ্রয় দেবেন না। সেনায় আমার ছেলে লড়াই করেছে এবং লড়াই চালিয়ে যাবেও।’

[আরও পড়ুন: ‘ভারতের জমি চিনের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী’, লাদাখ ইস্যুতে বিস্ফোরক রাহুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ