Advertisement
Advertisement
No-confidence motion

লোকসভায় গৃহীত হল মোদি সরকারের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব

বুধবার সকালে অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

Opposition's no-confidence motion against government accepted। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 26, 2023 12:41 pm
  • Updated:July 26, 2023 12:58 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হল লোকসভায়। কংগ্রেসের পাশাপাশি বিআরএসও প্রস্তাব এনেছে মোদি সরকারের বিরুদ্ধে। এই নিয়ে বিতর্ক কবে হবে, সেই তারিখ শিগগিরি ঘোষণা করবেন স্পিকার। এদিন সমস্ত বিরোধী সাংসদরাই উঠে দাঁড়িয়ে অনাস্থা প্রস্তাবে সমর্থন জানান।

বুধবার সকালে সংসদে অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। পাশাপাশি বিআরএসের ফ্লোর লিডার নাগেশ্বর রাও-ও অনাস্থা প্রস্তাব এনেছিলেন। উল্লেখ্য, মণিপুরে এই অবস্থা কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) জবাব দিতে হবে। এই দাবিতে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই সরব বিরোধীরা। এমনকী সোমবার বিরোধী সাংসদরা ধরনাও দিয়েছেন বহু বিরোধী সাংসদ। কিন্তু তাতেও প্রধানমন্ত্রী বিবৃতি দিতে রাজি হননি। অবশেষে আনা হল অনাস্থা প্রস্তাব।

Advertisement

[আরও পড়ুন: ডেটিং অ্যাপে আলাপ, হোটেলে ডেকে তরুণীকে ধর্ষণ ‘প্রেমিকের’]

তবে বিরোধীদের আনা এই প্রস্তাবে সরকারের কোনও সংকট তৈরি হওয়া সম্ভব নয়। কেননা বিপুল সমর্থন রয়েছে শাসক দলের তরফে। তাহলে কেন এই প্রস্তাব। এই প্রসঙ্গে বিরোধীরা জানিয়েছে, মণিপুর নিয়ে কেন্দ্রের নীরবতা ভঙ্গ করাই লক্ষ্য। আর সেই কারণেই এই প্রস্তাব। এদিকে বিরোধীদের খোঁচা দিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশি জানিয়ে দিয়েছেন, “মানুষের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী ও বিজেপির উপর।” 

এদিকে বিজেপি বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে ‘আত্মঘাতী গোল’ বলে কটাক্ষ করেছে। এর জবাবে এদিন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, ”বিজেপি কী বলছে সেটা বড় কথা নয়। বড় কথা হল, আমাদের কথাগুলো ওখানে (সংসদে) বলা যাবে। সংসদীয় গণতন্ত্রের পক্ষে আজকের দিনটা খুবই উজ্জ্বল।”

[আরও পড়ুন: লোকসভায় হাতছাড়া হতে পারে বাংলার ৩ আসন, আরও পাঁচে জয় নিয়ে সংশয়! চিন্তায় কেন্দ্রীয় BJP]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement