Advertisement
Advertisement
P Chidambaram

‘মোদি সরকার নোবেল পাবে’, দেশের টিকাকরণের গতি কমতেই কটাক্ষ চিদাম্বরমের

সোমবার নয়া রেকর্ড গড়েও মঙ্গলে রাতারাতি কমল টিকাকরণের সংখ্যা।

P Chidambaram took a swipe on centre over drop in figures after record Monday vaccination | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 23, 2021 12:15 pm
  • Updated:June 23, 2021 12:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতিমতো রেকর্ড তৈরি হয়েছিল সোমবার। সারা দেশে ৮৮ লক্ষ মানুষের টিকাকরণ (Vaccination) হয়েছিল সেদিন। কিন্তু একদিন যেতে না যেতেই সেই পরিসংখ্যানে ভাটার টান। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যানুসারে, মঙ্গলবার দেশে করোনা (Coronavirus) টিকা (COVID vaccine) দেওয়া হয়েছে ৫৪ লক্ষ ২২ হাজার জনকে। রাতারাতি টিকাকরণের সংখ্যা কমে যাওয়ার পরেই কেন্দ্রকে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram) । ‘বিশ্বরেকর্ডের রহস্য’ কী তা তিনি বুঝতে পেরেছেন বলে মোদি সরকারকে খোঁচা দিলেন বর্ষীয়ান নেতা।

টুইটারে ঠিক কী লিখেছেন চিদাম্বরম? তিনি লেখেন, ‘‘রবিবারে জমা করো, সোমবারে টিকা দাও। তারপর মঙ্গলবারে ফের খোঁড়াতে শুরু করো। এটাই একদিনে টিকাকরণের বিশ্বরেকর্ডের গোপন রহস্য। আমি নিশ্চিত এটা গিনিস বুক অফ রেকর্ডসে জায়গা করে নেবে।’’

Advertisement

[আরও পড়ুন: মার্কিন পরমাণু শক্তিচালিত রণতরীর কাছে ভয়াবহ বিস্ফোরণ, ভূমিকম্প সমুদ্রে]

কেবল ওই পোস্টই নয়, আরও একটি পোস্ট করেছেন চিদাম্বরম। সেখানে তিনি সরাসরি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি লেখেন, ‘‘কে জানে হয়তো মেডিসিনের জন্য নোবেল পুরস্কার পেয়ে যেতেও পারে মোদি সরকার। আগে বলা হত ‘মোদি হ্যায়, মুমকিন হ্যায়’। এখন ‘মোদি হ্যায়, মিরাকল হ্যায়’ হয়ে গিয়েছে।’’

স্বাভাবিক ভাবেই চিদাম্বরমের এই কটাক্ষ ভালভাবে নেয়নি গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পালটা আক্রমণ করেছেন তাঁকে। তাঁর দাবি, কংগ্রেস শাসিত রাজ্যগুলিতেই বরং মুখ থুবড়ে পড়েছে টিকাকরণ। চিদাম্বরম বরং পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির টিকাকরণ নিয়ে মাথা ঘামাক।

তাঁকে আবার পালটা দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি মনে করিয়ে দিয়েছেন, মধ্যপ্রদেশে গত তিনদিনে টিকাকরণ হয়েছে ৬৯২, ১৬.৯৩ লক্ষ ও ৪ হাজার ৮৪২। তাঁর কটাক্ষ, ‘‘কাকে বোকা বানাচ্ছেন আপনারা?’’

[আরও পড়ুন: মার্কিন পরমাণু শক্তিচালিত রণতরীর কাছে ভয়াবহ বিস্ফোরণ, ভূমিকম্প সমুদ্রে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ