Advertisement
Advertisement

‘নাম থেকে মহম্মদ হটাও’, পাক নাগরিকের কটাক্ষে কী জবাব কাইফের?

কুলভূষণের রায়ে খুশি জাহির করাতেই তেলে-বেগুনে জ্বলে ওঠে পাক নাগরিক৷

Pakistani trolls Mohammad Kaif on Kulbhushan Jadhav row, he replies like a boss
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 19, 2017 7:58 am
  • Updated:May 19, 2017 7:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক আদালতে মুখ পুড়েছে৷ তাই এখন প্রায় তেলে-বেগুনে জ্বলার মতো অবস্থা পাকিস্তানের৷ প্রমাণ মিলল টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে কুলভূষণের রায়ে খুশি জাহির করায় পাক বাসিন্দার রোষানলে পড়তে হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফকে৷ বাইশ গজের মতোই টুইটারেও যোগ্য জবাব দিয়েছে প্রাক্তন ক্রিকেটার৷

[প্রবল ধাক্কা চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পে, বিরোধিতায় সরব বহু দেশ]

Advertisement

বৃহস্পতিবার যেন আক্ষরিক অর্থেই লক্ষ্মীবার হয়ে উঠেছিল ভারতের ক্ষেত্রে৷ যখন বেলা সাড়ে তিনটের সময় কুলভূষণ যাদব মামলায় রায় ঘোষণা করে আন্তর্জাতিক ন্যায় আদালত তথা আইসিজে৷ পাকিস্তানকে রীতিমতো তুলোধনা করে আদালত নির্দেশ দেয়, আগস্ট মাসে চূড়ান্ত রায়ের আগে প্রাক্তন নৌসেনার ফাঁসির সাজা কার্যকর করা যাবে না৷ আন্তর্জাতিক আদালতের এই রায়কে স্বাগত জানিয়েই টুইট করেছিলেন কাইফ৷ লিখেছিলেন, এটা আসলে ন্যায়ের জয়৷

 

কাইফের এই টুইটেই যেন তেলে-বেগুনে জ্বলে ওঠে আমির আক্রম নামে এক পাক নাগরিক৷ প্রাক্তন ক্রিকেটারকে তাঁর নাম থেকে মহম্মদ শব্দ সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়৷ চওড়া ব্যাটেই পাক বাসিন্দার এই ভাষার উত্তর দেন কাইফ৷ তিনি লেখেন, আচ্ছা! ভারতের জয়কে সমর্থন করলে আমায় নাম পাল্টাতে হবে! আমি আমার নাম নিয়ে গর্বিত৷ এরপর ওই পাক নাগরিকের নাম নিয়েও সমালোচনা করে কাইফ বলেন, ‘আমির’ শব্দের অর্থ তো জীবনিশক্তিতে পরিপূর্ণ৷ তাঁর দাবি, ওই ব্যক্তিরই বরং নাম বদলানো দরকার৷

[নির্দেশ না মানলে পাকিস্তানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যাবে ভারত]

কম যাননি বীরেন্দ্র শেহবাগও৷ কুলভূষণ রায়ের প্রতিক্রিয়ায় যখন ফারহান জাহুর নামে পাক বাসিন্দার বাউন্সার তাঁর সামনে আসে৷ একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সে বল সোজা মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনি৷ বীরুর ভাষায় – সারমেয় পুষতে পারেন, বিড়াল পুষতে পারেন, ভুল ধারণা পুষবেন না…

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement