Advertisement
Advertisement

Breaking News

Criminal law reform bills

লোকসভার পর রাজ্যসভাতেও পাশ দণ্ড সংহিতা বিল, ‘ঐতিহাসিক মুহূর্ত’, বলছেন মোদি

বিরোধী সাংসদরা অবশ্য কেউই কক্ষে ছিলেন না।

Parliament passes 3 criminal law reform bills। Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:December 21, 2023 9:12 pm
  • Updated:December 22, 2023 1:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় (Rajya Sabha) পাশ হয়ে গেল দণ্ড সংহিতার তিনটি বিল। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করলেন। বিরোধী সাংসদরা অবশ্য কেউই কক্ষে ছিলেন না। তাঁদের অনুপস্থিতিতেই পাশ হয়ে গেল বিলগুলি (Criminal law reform bills)।

প্রসঙ্গত, চলতি বছরেই সংসদের বাদল অধিবেশনের শেষদিনে ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পেশ করেছিলেন শাহ। তার পরেই বিলগুলোকে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির কাছে আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। কমিটির বৈঠকে শাসক-বিরোধী সংঘাতও তুঙ্গে উঠেছিল সেই সময়ে। কেন্দ্র সরকার বিলগুলো নিয়ে তাড়াহুড়ো করছে, উপযুক্ত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়নি বলে সরব হয়েছিলেন কমিটিতে থাকা ইন্ডিয়া জোটের সাংসদরা। বিলগুলো নিয়ে ‘ডিসেন্ট নোট’ বা ‘আপত্তি পত্র’ ও জমা দিয়েছিলেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বেঞ্চে খারিজ দ্রুত শুনানির আর্জি, প্রধান বিচারপতির দ্বারস্থ মহুয়া]

সংসদীয় প্যানেল বিলে কয়েকটি সংশোধন করার সুপারিশ করেছিল। সরকার সংশোধনের রাস্তায় না গিয়ে একেবারে পরিবর্তন করে নতুন বিল আনার সিদ্ধান্ত নেয়। এর পর শীতকালীন অধিবেশনে লোকসভায় নতুনভাবে বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তা পাশ হয়ে যায়। এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল বিলটি।

Advertisement

[আরও পড়ুন: সংসদে হামলাকারীরা বিজেপি সাংসদের অতিথি! মুখে ‘জয় ভীম’ স্লোগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ